ট্রাম্প-পরবর্তী নেতৃত্বের লড়াইয়ে রিপাবলিকানরা
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:১০ এএম, ১০ নভেম্বর ২০২৫ সোমবার
এগিয়ে জেডি ভ্যান্স, সমর্থন দিতে পারেন মার্কো রুবিও
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিকটজনদের জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ২০২৮ সালের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থিতার প্রধান দাবিদার। তিনি চাইলে রুবিও তাঁর পক্ষে থাকবেন বলেও জানিয়েছেন। প্রশাসনের ঘনিষ্ঠ দুই ব্যক্তির বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম পলিটিকো।
রুবিওর এই মন্তব্যে স্পষ্ট যে, ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেওয়ার এক বছরেরও কম সময়ের মধ্যে কিছু রিপাবলিকান পরবর্তী নেতৃত্বের হিসাব-নিকাশ শুরু করে দিয়েছেন।
রুবিওর ঘনিষ্ঠ এক ব্যক্তি বলেন, ‘মার্কো সব সময়ই বলেছেন, জেডি চাইলে অবশ্যই রিপাবলিকান প্রার্থী হতে পারেন। তিনি তাঁকে সমর্থন দিতে সবকিছু করবেন।’
ট্রাম্পও একাধিকবার বলেছেন, তাঁর সম্ভাব্য উত্তরসূরি হচ্ছেন ভ্যান্স ও রুবিও। যদিও দুই নেতা বলছেন, তাদের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই; বরং ভালো বন্ধুত্ব রয়েছে।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে সম্ভাব্য হিসাব হলো, ভ্যান্স প্রেসিডেন্ট প্রার্থী আর রুবিও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন।
জরিপে এগিয়ে ভ্যান্স
১৮-২১ অক্টোবর পরিচালিত পলিটিকোর জরিপ অনুযায়ী, ২০২৪ সালে যারা ট্রাম্পকে ভোট দিয়েছেন, তাদের ৩৫ শতাংশ চান ২০২৮ সালে জেডি ভ্যান্স প্রার্থী হোন। এ তুলনায় রুবিওর নাম বলেছেন মাত্র ২ শতাংশ। ১৬ শতাংশ বলেছেন, তারা জানেন না বা কাউকেই চান না, আর ২৮ শতাংশ ট্রাম্পকেই চান।
ভ্যান্স বর্তমানে ভাইস প্রেসিডেন্ট, আর রুবিও ২০১৬ সালে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। রুবিও বলেছেন, ভ্যান্স চমৎকার প্রার্থী হবেন। তবে তিনি ভবিষ্যতে মত বদলাতে পারেন বলেও ধারণা করা হচ্ছে। ভ্যান্স সম্প্রতি মজার ছলে বলেন, ‘আমরা দুজন একসঙ্গে প্রার্থী হতে পারি। কিন্তু এখনই কিছু বলার মতো সময় আসেনি।’
