শ্বেতাঙ্গরা নির্যাতনের শিকার: ট্রাম্প
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:০৮ এএম, ১০ নভেম্বর ২০২৫ সোমবার
দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গরা নির্যাতনের শিকার বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা দিয়েছেন, দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের বিরুদ্ধে কথিত নির্যাতনের প্রতিবাদে তিনি জি২০ সম্মেলনে অংশ নেবেন না।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
বিশ্বের বৃহত্তম অর্থনীতির নেতারা চলতি মাসের শেষ দিকে জোহানেসবার্গে জি২০ সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন এবং দক্ষিণ আফ্রিকা এই সম্মেলনের আয়োজক হওয়াটা ‘গভীরভাবে লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন ট্রাম্প।
দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় হোয়াইট হাউসের এই সিদ্ধান্তকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছে। তাদের মুখপাত্র ক্রিসপিন ফেরি বিবিসি নিউজকে বলেন, ‘জি২০ সম্মেলনের সফলতা কোনো একটি সদস্য রাষ্ট্রের অংশগ্রহণের ওপর নির্ভর করে না।’
দক্ষিণ আফ্রিকার কোনো রাজনৈতিক দলই দাবি করেন যে দেশটিতে ‘গণহত্যা’ চলছে। এর মধ্যে আফ্রিকান ও শ্বেতাঙ্গ সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী দলগুলোও রয়েছে।
বিবিসির নিউজ আওয়ার অনুষ্ঠানে কথা বলার সময় ক্রিসপিন ফেরি বলেন, ট্রাম্প দক্ষিণ আফ্রিকার বেদনাদায়ক ঔপনিবেশিক ইতিহাসকে ব্যবহার করে ‘একটি কাল্পনিক সংকটের চিত্র আঁকছেন।’ তিনি বলেন, দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের বিরুদ্ধে নির্যাতনের কোনো প্রমাণ নেই।
তবে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক বার্তায় বলেন, দক্ষিণ আফ্রিকায় জি২০ সম্মেলন অনুষ্ঠিত হওয়াটা অত্যন্ত লজ্জাজনক।
তিনি দাবি করেন, ‘আফ্রিকানাররা (যারা ডাচ, ফরাসিও জার্মান অভিবাসীদের বংশধর) হত্যা ও নিপীড়নের শিকার হচ্ছেন এবং তাদের জমিও খামার অবৈধভাবে দখল করা হচ্ছে।’ তিনি বলেন, ‘যতদিন এসব মানবাধিকার লঙ্ঘন চলবে, ততদিন কোনো মার্কিন সরকারি কর্মকর্তা এই সম্মেলনে অংশ নেবেন না।
