শনিবার   ০৮ নভেম্বর ২০২৫   কার্তিক ২৩ ১৪৩২   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

ঐকমত্য কমিশনের সমালোচনা নিউইয়র্ক বিএনপির

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৪৩ এএম, ৮ নভেম্বর ২০২৫ শনিবার



জাতীয় ঐকমত্য কমিশনের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করে কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজের পদত্যাগও চেয়েছে নিউইয়র্ক স্টেট বিএনপি। একই সঙ্গে ছাত্র আন্দোলন নয় তারেক রহমানের নেতৃত্বে বিএনপির আন্দোলনেই আওয়ামীলীগের পতন হয়েছে বলেও দাবি করা হয়।
গত ৩১ অক্টোবর জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি এ অভিযোগ ও দাবি করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ।
গিয়াস আহমেদ বলেন, ফ্যাসিবাদী আমলে দীর্ঘ ১৫ বছর ধরে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণকে সাথে নিয়ে অবিচল সংগ্রাম চালিয়ে এসেছে। ৫ই আগস্ট, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার আগের সপ্তাহে, পাঁচজন ছাত্র সমন্বয়ক ডিবি হারুনের ভাতের হোটেলে ভাত খেয়ে আদালতের সিদ্ধান্তে কোটা সংস্কার মেনে নিয়ে আন্দোলন প্রত্যাহার করেছিলেন। কিন্তু তারেক রহমান প্রবাসী নেতৃবৃন্দ ও বাংলাদেশের সকল বিএনপি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে এক দফা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। ফলে সব শ্রেণি-পেশার মানুষ একযোগে আন্দোলনে যোগ দেন, শেষ পর্যন্ত খুনি হাসিনা দেশত্যাগে বাধ্য হন।
তিনি বলেন, যে লক্ষ্য ও প্রত্যাশা নিয়ে বাংলাদেশের মানুষ নিজেদের তাজা রক্ত ঢেলে দিয়েছে, সেই গণতান্ত্রিক স্বপ্নকে ভূলুণ্ঠিত করার জন্য জামায়াতের সহযোগিতায় অন্তর্বর্তী সরকার চক্রান্ত করছে। ঐকমত্য কমিশন ও সরকার জামায়াতের এজেন্ডা বাস্তবায়নের জন্য, এবং বিনা ভোটে দীর্ঘমেয়াদে ক্ষমতায় টিকে থাকার উদ্দেশে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত উপেক্ষা করে সংবিধান পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয় গণভোটের মাধ্যমে পরিবর্তনের চক্রান্ত করছে, যেখানে বিসমিল্লাহির রাহমানির রাহিম বাদ দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলোর অজান্তে এই অন্তর্বর্তী সরকারের গোপন পদক্ষেপ নির্বাচন প্রক্রিয়া বানচাল করে জামায়াতের সহযোগিতায় ভোটবিহীন ক্ষমতা দখলের চেষ্টা করছে। সরকারের উপদেষ্টাদের অযোগ্যতা ও ব্যর্থতা আজ দৃশ্যমান বাস্তবতা।
তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনের সদস্য ড. আলী রিয়াজ অতীতে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বিভিন্ন প্যানেল আলোচনায় আওয়ামী লীগের পক্ষ সমর্থন করেছেন। তার অবস্থান সুস্পষ্টভাবে পক্ষপাতদুষ্ট ছিল। তিনি এখনো ‘ঐকমত্য’র নামে বিভেদ সৃষ্টি করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ঘোলাটে করছেন। তার পদত্যাগ দাবি করছি।
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে গিয়াস আহমেদ বলেন, এই অন্তর্বর্তী সরকার তারেক রহমান যাতে দেশে ফিরে না আসতে পারেন, সেই উদ্দেশে পরিকল্পনা করছে। বর্তমান সরকার এখনো পর্যন্ত তার দেশে ফেরার নিরাপত্তা বিষয়ে কোনো সরকারি ঘোষণা বা নিশ্চয়তা দেয়নি। বরং বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সরকারি এজেন্সি তাকে নিরুৎসাহিত করছে। 
নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন স্টেট বিএনপির নেতা জসিমউদ্দিন, গোলাম ফারুক শাহিন, দেওয়ান কাউসার প্রমুখ।