শনিবার   ০৮ নভেম্বর ২০২৫   কার্তিক ২৩ ১৪৩২   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

নির্বাচন শনিবার

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৩৬ এএম, ৮ নভেম্বর ২০২৫ শনিবার


  
 
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচন আগামী শনিবার ৮ নভেম্বর। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জ্যাকসন হাইটস্থ নবান্ন রেষ্টুরেন্টের হল রুমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রবীন সাংবাদিক মঈন উদ্দীন নাসের। কমিশনের অপর ২ জন সদস্য হলেন এবিএম সালেহ উদ্দীন আহমেদ ও চৌধুরী এম আলী কাজল। 
নির্বাচনে সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবিএম সালাউদ্দীন আহমেদ ও মনোয়ারুল ইসলাম। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ সভাপতি আবিদুর রহিম, কোষাধ্যক্ষ আহমেদ রশিদ ও দফতর সম্পাদক পদে  মোস্তাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন।   সাধারন সম্পাদক পদে লড়ছেন এমদাদ চৌধুরী দীপু ও মমিনুল ইসলাম মজুমদার। যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা হলেন আলমগীর হোসেন, মাহাথীর খান ফারুকী ও শেখ খোরশান। সাংগঠনিক পদে প্রার্থী হলেন জাহিদুর রহমান ও সৈয়দ ইলিয়াস খসরু। ৪টি সদস্য পদের বিপরীতে প্রার্থীরা হলেন মোজাম্মেল হক, ফারুক হোসেন,মাহবুবুর রহমান, রওশন হক, শেখ সিরাজুল ইসলাম, শাহ আহমদ ও শেখ শফিকুর রহমান।