ব্রুকলিনে শাহানার রেকর্ড ভোটে বিজয়
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১২:৩৩ এএম, ৮ নভেম্বর ২০২৫ শনিবার
টানা দ্বিতীয়বারের মতো বিপুল ভোটের ব্যবধানে সিটি কাউন্সিল মেম্বার হলেন বাংলাদেশি শাহানা হানিফ। চট্টগ্রামের নাজিরহাটের পূর্ব ফরহাদাবাদের মেয়ে শাহানা ব্রুকলিনে ইতিহাস গড়লেন এবার। গত ৪ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত নিউইয়র্ক সিটির নির্বাচনে শাহানা হানিফ ৫১৬৫৩ ভোট পেয়ে রেকর্ড গড়লেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ব্রেট উইনকুপ পেয়েছেন ৫২১৮ ভোট। শাহানা প্রথম কোন মুসলিম নারী হিসেবে নিউইয়র্ক সিটির কাউন্সিলর হিসেবে ২০২১ সালে প্রথম নির্বাচিত হয়েছিলেন। তার এই বিশাল ব্যবধানে জয়লাভ জনগণের আস্থা, ভালোবাসা এবং প্রতিনিধিত্বের প্রতিশ্রুতি তাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। সিটির কেনসিংটন, পার্ক স্লোপ, কারল রামেল হিলসহ বৃহত্তর ব্রুকলিন এলাকার বাসিন্দাদের নিয়ে তার নির্বাচনি এলাকা গঠিত। এই ডিস্ট্রিক্টে শাহানার কাজ ছিল বহুমুখী পার্ক ও রাস্তার উন্নয়ন থেকে শুরু করে স্কুল অবকাঠামো, পরিবেশ বান্ধব প্রকল্প, স্বাস্থ্য ও অভিবাসন অধিকার সুরক্ষায় আইন প্রণয়ন। তার উদ্যোগে পাস হয়েছে ‘ইমিগ্র্যান্ট ওয়ার্কার প্রোটেকশন অ্যাক্ট’, গর্ভপাত অধিকার সুরক্ষা আইন এবং লুপাস সচেতনতা বৃদ্ধি সম্পর্কিত বিল। বিজয়ি হবার পর তিনি বলেন, এই জয় শুধু আমার নয়- এটি আমাদের পুরো কমিউনিটির। এই বিজয়ে প্রমাণ হয়েছে, বৈচিত্র ও মর্যাদার সঙ্গে নেতৃত্ব দেওয়া সম্ভব এবং আমাদের কণ্ঠ চিরকাল প্রাসঙ্গিক থাকবে। শাহানা হানিফ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ হানিফের কন্যা।
