সংঘাতে ৮ যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল: ট্রাম্প
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৫৬ এএম, ৭ নভেম্বর ২০২৫ শুক্রবার
চলতি বছরের মে মাসে পাকিস্তান-ভারতের সামরিক সংঘাত নিয়ে আবারও মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি দাবি করেছেন, ওই সংঘাতে মূলত আটটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। যদিও আগে সাতটি যুদ্ধবিমান ধ্বংস হওয়ার কথা বলেছিলেন তিনি।
এমনকি তাঁর হুমকির কারণেই দুই দেশ শান্তি করতে রাজি হয় বলেও জানিয়েছেন ট্রাম্প। গত বুধবার মায়ামিতে আমেরিকান বিজনেস ফোরামে বক্তব্যে তিনি বলেন, আট মাসে আমি আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছি, এর মধ্যে কসোভো-সার্বিয়া, কঙ্গো-রুয়ান্ডা এবং পাকিস্তান-ভারতের সংঘাতও ছিল। আমি তখন দুই দেশের সঙ্গেই বাণিজ্য চুক্তির প্রক্রিয়ায় ছিলাম। এক দিন সংবাদপত্রের প্রথম পাতায় দেখি, ওরা যুদ্ধের পথে। সাতটি বিমান ধ্বংস হয়েছে, অষ্টমটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। সূত্র: দ্য ডন
