সোমবার   ০৩ নভেম্বর ২০২৫   কার্তিক ১৯ ১৪৩২   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

যুক্তরাষ্ট্রে ঘড়ির কাঁটা পিছিয়েছে এক ঘণ্টা

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১২:৪৯ এএম, ৩ নভেম্বর ২০২৫ সোমবার

২ নভেম্বর রোববার যুক্তরাষ্ট্রে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়েছে। অর্থাৎ শুরু হয়েছে স্ট্যান্ডার্ড টাইম টেবল।

 

এই বিধি অব্যাহত থাকবে আগামী ৮ মার্চ রোববার ভোর রাত ২টা পর্যন্ত। ওই সময় পুনরায় শুরু হবে ‘ডে লাইট সেভিংস টাইম’।

 

সূর্যের আলোকে কাজে লাগানোর অভিপ্রায়ে যুক্তরাষ্ট্রের সিংহভাগ এলাকায় এই বিধি কার্যকর হচ্ছে বহুদিন যাবত। সরকারের ঘোষণায় স্মার্টফোন, আইফোন অথবা কম্পিউটারের সময় আপনা-আপনি পরিবর্তিত হয়ে যায়। স্ট্যান্ডার্ড টাইম টেবল শুরু হওয়ায় এখন নিউইয়র্কে যখন বেলা ১২টা বাজবে, ঢাকায় তখন হবে রাত ১১টা।