নিউইয়র্কে আরটিভির নতুন স্টুডিও উদ্বোধন
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:২১ এএম, ১ নভেম্বর ২০২৫ শনিবার
নতুন স্টুডিও স্থাপনের মধ্য দিয়ে নিউইয়র্কে আনুষ্ঠানিকভাবে নতুন যাত্রা শুরু করেছে বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন আরটিভি। গত ২৭ অক্টোবর কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে কেক কেটে নতুন এই স্টুডিওর উদ্বোধন করা হয়। জ্যামাইকার ১৭৫ স্ট্রিটেই অবস্থিত এই স্টুডিও থেকে ভিন্ন ভিন্ন অনুষ্ঠান নির্মাণ করবে আরটিভি নিউইয়র্ক টিম।
আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক রহমান জানান, এটি আমাদের জন্য একটি নতুন অধ্যায়। প্রবাসীদের কথা, স্বাধীনতা বাংলাদেশ এবং সংস্কৃতিকে আরও বৃহৎ পরিসরে তুলে ধরার সুযোগ তৈরি হল।
দেশের একটি চ্যানেল নিউইয়র্কের মতো বাংলাদেশি অধ্যুষিত শহরে স্টুডিও নির্মাণ এবং অনুষ্ঠান প্রযোজনার এই উদ্যোগ উত্তর আমেরিকায় বসবাসকারী, মিডিয়া ও সংস্কৃতি কর্মীরা ভালো উদ্যোগ হিসেবেই দেখছে।
প্রবাসীরা বলছেন, আরটিভির এ যাত্রার মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশি জীবন, আশা ও সংস্কৃতির মূলধারার দর্শকদের আরও ঘনিষ্ঠভাবে উপস্থাপিত করা হবে। অন্য টেলিভিশন গুলোও প্রবাসী ও তাদের নিউজকে গুরুত্বের সঙ্গে উপস্থাপন করবে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন কমিউনিটি একটিভিস্ট শাহ নেওয়াজ, আতাউর রহমান সেলিম, ফকরুল আলম, গিয়াস আহমেদ, ড. বদরুল খান, এটর্নি মঈন চৌধুরী, আহসান হাবিব, ফাহাদ সোলায়মান, নুরুল আজিম,বেলাল আহমেদ,মনোয়ার প্রধান, ইমরুল চৌধুরী, মাকসুদুল চৌধুরী, ফিরোজ কবির,বাদশাহ বুলবুল ও রাশেক মালিক।
