শনিবার   ০১ নভেম্বর ২০২৫   কার্তিক ১৭ ১৪৩২   ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

‘এনওয়াইসি নট ফর সেল’

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১২:৫২ এএম, ১ নভেম্বর ২০২৫ শনিবার

মামদানীর ঐতিহাসিক সমাবেশ 

 
 
‘এনওয়াইসি নট ফর সেল’ যার বাংলা অর্থ দাঁড়ায় ‘নিউইয়র্ক সিটি বিক্রির জন্য নয়’। মামদানীর ঐতিহাসিক সমাবেশে হাজার হাজার মানুষের এই স্লোগানে মুখরিত ছিল স্টেডিয়াম। মামদানী সমর্থকরা মনে করেন, যারা অর্থের বিনিময়ে বা অন্য কোনোভাবে ভয় দেখিয়ে আসন্ন মেয়র নির্বাচনে ভোটারদের রায় নিজেদের পক্ষে নিতে চায় তারা ভুল পথে হাঁটছেন। উচ্চকন্ঠে সমবেতভাবে  জোহরান মামদানীর সমর্থকরা প্রতিপক্ষকে বুঝিয়ে দিয়েছেন ‘নিউইয়র্ক নট ফর সেল।’ গত রোববার সন্ধ্যায় ফরেস্ট হিল স্টেডিয়ামে আসন্ন নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে জনপ্রিয় প্রার্থী জোহরান মামদানীর সমাবেশে নানা পেশার হাজার হাজার মানুষ, তরুণ যুবকরা হাজির ছিলেন তাঁর কথা শুনতে। 
নির্ধারিত সময়ের অনেক পরে সমাবেশ শুরু হলেও তীব্র শীত উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ছিলেন সবাই। জোহরান মামদানী যখন সমাবেশস্থলে হাজির হন, তখন কানায় কানায় পুর্ণ স্টেডিয়ামের গ্যালারী। কিন্তু সমর্থকরা মামদানীর পাশাপাশি আরও দুজন রাজনীতিকের জন্য অপেক্ষা করছিলেন অধীর আগ্রহে। তারা হলেন- বর্ষিয়ান রাজনীতিক সিনেটর বার্ণি সেন্ডারস এবং কংগ্রেসওম্যান ওকাসিয়া কর্তেজ। এ ছাড়াও  ছিলেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকুল। 
ফরেস্ট হিল স্টেডিয়ামের ওই র‌্যালি ছিলো জোহরান মামদানীর প্রতি সমর্থকদের শর্তহীন সমর্থনের প্রমান। অনুষ্ঠান শুরু হওয়ার অনেক আগে থেকেই হাজার হাজার মানুষ স্টেডিয়ামের বাইরে অক্ষোয় ছিলেন। বিকেল চারটায় মিডিয়া গেট এবং পাঁচটায় সাধারণদের জন্য গেট খুলে দেয়া হলেও অপেক্ষা ছিলো তার অনেক আগে থেকেই। স্টেডিয়ামের গ্যালারি কানায় কানায় পূর্ণ এবং গ্যালারির বাইরের প্রতিটি মানুষকেই রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রবেশ করতে হয়েছে। তারপরও কারো মুখেই বিরক্তির কোনো ছায়া ছিলো না। দীর্ঘ সময় ধরে  অপেক্ষার পর রাত সাড়ে সাতটায় বক্তব্য শুরু করেন গভর্নর ক্যাথি হকুল। এরপর আলেকজান্দিয়া ওকাসিও কর্তেজ, বার্নি সেন্ডার্স এবং ডেমোক্রেট মেয়র প্রার্থী জোহরান মামদানী। তার আগে নিউইয়র্ক সিটির অসংখ্য অফিসিয়াল, শ্রমিক সংগঠন, গাড়ি চালক সংগঠন, মাবাধিকার সংগঠন ও নানা সংগঠনের পক্ষে নেতারা  বক্তব্য রাখেন। 
মামদানী মঞ্চে উঠেই সবার প্রতি হাত নাড়িয়ে প্রশ্ন করেন, নিউইয়র্ক সিটি কি বিক্রির জন্য? সবাই একযোগে উত্তর দেন, নো নো নো। নিউইয়র্ক সিটি নট ফর সেল।’ এরপর স্বভাবসুলভ ভঙ্গিতে তিনি বলতে শুরু করেন। এ যেনো যাদুকরের মুখের ভাষায় হাজার হাজার দর্শক বোবা বনে যায়। তারা কেবল যেনো মামদানীর কথা শোনার জন্যই অপেক্ষায় ছিলেন। লম্বা সময়ের বক্তব্যে তিনি প্রতিপক্ষের নানা সমালোচনা করে বলেন, তারা অন্যের কথায় নিজেদের বিক্রি করে দিয়েছে। কিন্তু আমরা আমাদের স্বাধীনতা বিক্রি করতে পারি না। আমাদের সিদ্ধান্ত আমাদেরকেই নিতে  হবে। তিনি সবাইকে আগাম ভোট দেয়ার অনুরোধ জানিয়ে ভোটের দিন সবাইকে সঠিকভাবে ভোট দেয়ারও আহবান জানান। 

বার্নি সেন্ডার্স তার জ্বালাময়ী বক্তব্যে বলেন, প্রতিপক্ষরা নিজেরা যে যেখান থেকেই নির্বাচন করুক না কেনো ওরা সবাই ধনীদের ক্রিড়নক। ওরা অন্যকথায় চলে, ওরা অন্যের স্বার্থ রক্ষা করতে চায়। ওদেরকে বিতারিত করতে হলে মামদানীকে বিজয়ী করতে  হবে। তিনি ক্ষমতাসীনদের প্রতি আঙ্গুল তুলে বলেন, ওরা গরীবদেরকে মানুষ মনে করে না। সুতরাং আমরা নিম্ন আয়ের মানুষের জন্য যারা কাজ করবে তাদের পক্ষে আছি। তিনি সবাইকে ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন এটা নিউইয়র্ককে টিকিয়ে থাকার লড়াই, এটা নিউইয়র্কারদের টিকে থাকার লড়াই।
আলেকজান্দ্রিয়া ওকাসিও তার আবেগঘন বক্তব্যে বলেন, আমরা যদি ভাগ্যের উপর দাঁড়িয়ে থাকি তাহলে আমাদের পরাজয় নিশ্চিত। আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের মুক্তির জন্য। আর পেছনে ফিরে যেতে চাই না। আমরা লুটেরাদের সাথে আপোষ করে চলতে পারি না। আমাদের নিউইয়র্কের ভবিষ্যত আমাদের নিউইয়র্ক সিটির ভবিষ্যত গড়ার জন্য অবশ্যই জোহরান মামদানীর মতো একজন স্বপ্নবাজ তরুণের প্রয়োজন। তিনি দীর্ঘ সময়ের বক্তব্যে শ্রোতাদের এত বেশি আবেগপ্রবণ করে তুলেন যে অনেককেই কাঁদতে দেয়া যায়।
সমাবেশে আগত বেশিভাগই ছিলো তরুণ সমর্থক। সমাবেশ শেষে ফিরে যাবার মুহূর্তে সবার মুখে মুখে সমবেত শ্রোগান ছিলো ‘নিউইয়র্ক নট ফর সেল। নিউইয়র্ক নট ফর সেল..’। উল্লেখ্য আগামী ৪ নভেম্বর নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচন। নির্বাচনে ডেমোক্র্যাট মনোনীত প্রার্থী জোহরান মামদানী জনপ্রিয়তায় এখন অপ্রতিরোধ্য।