পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করতে ট্রাম্পের নির্দেশ
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:০৮ এএম, ৩১ অক্টোবর ২০২৫ শুক্রবার
 
		
	
বুধবার (২৯ অক্টোবর) ট্রুথ সোশাল-এ পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন, ‘অন্য দেশের পরীক্ষার কার্যক্রমের আলোকে আমি যুদ্ধ বিভাগকে আমাদের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করতে নির্দেশ দিয়েছি। এই প্রক্রিয়াটি সঙ্গে সঙ্গে কার্যকর করা হবে।’
যুক্তরাষ্ট্র সর্বশেষ ১৯৯২ সালে পূর্ণাঙ্গ পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালিয়েছিল এবং দীর্ঘ সময় ধরে রাশিয়া ও চীনে এ ধরনের পরীক্ষা স্থগিত ছিল। তবে সম্প্রতি রাশিয়া জানিয়েছে, তাদের নিউক্লিয়ার চালিত বুরেভেস্তনিক ক্রুজ মিসাইল এবং পোজিডন সুপার টরপেডো সফলভাবে পরীক্ষা করা হয়েছে, যা বিশাল তেজস্ক্রিয় ঢেউ সৃষ্টি করতে সক্ষম।
এই পদক্ষেপকে ঘিরে আইনপ্রণেতাদের মধ্যে বিরোধও প্রকাশ পেয়েছে। নেভাডার কংগ্রেসওম্যান ডিনা টাইটাস এক্স-এ লিখেছেন, ‘একেবারেই নয়। আমি আইন প্রণয়ন করব যাতে এটি বন্ধ করা যায়।’
বিশেষজ্ঞদের সতর্কবার্তা অনুযায়ী, ইউক্রেনে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে যখন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনার অবস্থা স্থবির, তখন এই সিদ্ধান্ত পারমাণবিক উত্তেজনা আরও বাড়াতে পারে।
