নিউইয়র্ক লায়ন্সের বিবিকিউ অনুষ্ঠিত
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৫২ এএম, ২৫ অক্টোবর ২০২৫ শনিবার
নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের প্রথম বারবি কিউ পার্টি গত ১৮ অক্টোবর কুইন্সের অ্যালি পন্ড পার্কে অনুষ্ঠিত হয়। এতে প্রায় শতাধিক লায়ন সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। এই বিবিকিউ সফল করতে আহবায়কের দায়িত্ব পালন করেন লায়ন আবু বকর সিদ্দিক। এছাড়া আব্দুর রশীদ বাবু-চেয়ারম্যান,রুহুল আমীন- চীফ কোঅর্ডিনেটর, আহসানুল হক-সদস্য সচিব ও হাসান জিলানী- সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন ডিস্ট্রিক্ট আর ২-২০ এর সেকেন্ড ভাইস গর্ভনর শাহ নেওয়াজ। উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন আমেনা নেওয়াজ,আহসান হাবিব, মহিউদ্দীন দেওয়ান, রকি আলিয়ান, জেএফএম রাসেল , মোহাম্মদ সাইদ, কাজী আজম, নুরুল আজিম, মোহাম্মদ আলম,মশিউর মজুমদার, মাসুদ রানা তপন, এস উদ্দীন পিন্টু, গোলাম এন হায়দার মুকুট,আসাদ চৌধুরী, আনিসুল ইসলাম টনি,মিজানুর রহমান,আহসানুল হক বুলবুল ও বেলাল আহমেদ।
