শনিবার   ২৫ অক্টোবর ২০২৫   কার্তিক ১০ ১৪৩২   ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

নিউইয়র্কে খন্দকার মুক্তাদিরের সংবর্ধনা অনুষ্ঠিত

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৩৮ এএম, ২৫ অক্টোবর ২০২৫ শনিবার


 
 
বাংলাদেশের মানুষের ভোটে যদি বিএনপি রাষ্ট্রক্ষমতায় যায় তাহলে আমরা প্রবাসী বাংলাদেশীদের নিয়ে গ্লোবাল প্রবাসী কাউন্সিল করতে চাই। যার মধ্যমে সরকার পরিচালনায় এবং দেশের উন্নয়নে আমরা প্রবাসী বাংলাদেশীদের কাজে লাগাতে পারি, আমরা তাদের সহযোগিতা চাই। প্রবাসে যে সব বাংলাদেশী এক্সপাটির্জ রয়েছেন তাদের কাজে লাগাতে চাই।
প্রবাসী বাংলাদেশীদের যদি দেশের উন্নয়নে বা দেশ পরিচালনার সাথে সম্পৃক্ত করা না যায় এক সময় তাদের প্রজন্ম তাদের শিকড় ভুলে যাবে। যা হবে আমাদের জন্য সবচেয়ে বড় ক্ষতির। গত ২০ অক্টোবর সন্ধ্যায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং সিলেট-১ আসনের বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির এ সব কথা বলেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লুর তত্ত্বাবধানে সংবর্ধনা সভাটি উডসাইডের গুলশান টেরেসে অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগীয় নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশীর আয়োজনে অনুষ্ঠিত চমৎকার সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমাল হোসেন কুনু। গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি ও বিএনপি নেতা এবাদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, জালালাবাদ এসোসিয়েশনের (একাংশের) সভাপতি বদরুল হোসেন খান, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, বাংলাদেশ লীগ অব আমেরিকার সাবেক সভাপতি বেদরুল ইসলাম বাবলা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেওয়ান শাহেদ চৌধুরী, তোফায়েল আহমেদ চৌধুরী, এডভোকেট নাসির উদ্দিন, সালেহ চৌধুরী, নিউইয়র্ক উত্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকন।
খন্দকার আব্দুল মুক্তাদির সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বিএনপি ১৫ বছরে একটি স্বৈরাচারি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। আমরা পরিবর্তন চাই বলেই আন্দোলন করেছি, সংস্কার চাই বলেই আন্দোলন করেছি- যে কারণে সরকারের নানা জুলুম নির্যাতনের পরও কেউ দল ছেড়ে যায়নি। এটা একটি বিরল ঘটনা। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের এক ক্রান্তিকালে ক্ষমতায় এসেছিলেন।
তিনিই দুর্ভিক্ষপীড়ত দেশকে স্বাভলম্বী করেছেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। দেশ ধ্বংসস্তুপ থেকে সম্মানের দেশে পরিণত করেছিলেন। আবার আরেক ক্রান্তিকালে ক্ষমতায় এসেছিলেন বেগম খালেদা জিয়া। তিনিও বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, সংসদীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন, তত্ত্বাবধায়ক সরকারও দিয়েছিলেন। অনুষ্ঠানে তিনি সবার কাছে তার জন্য ভোট প্রার্থনা করেন। সবাইকে ভোটের সময় দেশে যাবার আহবান জানান।
অনুষ্ঠানে খন্দকার আব্দুল মুক্তাদিরকে ব্যবসায়ীদের পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানান বিশিষ্ট ব্যবসায়ী বিলাল চৌধুরী, ফখরুল ইসলাম দেলোয়ার, আকিব হোসেন, সাইফুর খান হারুন, মিজানুর রহমান মিজান। এ ছাড়াও নিউইয়র্ক স্টেট বিএনপি, উত্তর ও দক্ষিণ বিএনপির নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকন, সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, আনোয়ার জাহিদ, এজিএম জাহাঙ্গীর, আব্দুর রহিম, শরিফুল খালিশদার, সোয়েব আহমেদ, নিউইয়র্ক স্টেট বিএনপির ভিপি জসীম, হুমায়ুন কবীর, দেওয়ান কাউছার, মনির হোসেন, দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, সাধারণ সম্পাদক বদিউল আলম, খলকুর রহমান প্রমুখ।