শনিবার   ২৫ অক্টোবর ২০২৫   কার্তিক ১০ ১৪৩২   ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

হাজারো প্রবাসী বাংলাদেশি আত্মগোপনে

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১২:৫৫ এএম, ২৫ অক্টোবর ২০২৫ শনিবার

নিউইয়র্কে আইস’র সাঁড়াশি অভিযান

 
 

 
নিউইয়র্কে অবৈধ অভিবাসিদের গ্রেপ্তারের জন্য সিটির বিভিন্ন অঞ্চলে সাঁড়াশি অভিযান চালিয়েছে  ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্ট আইস। ম্যানহাটন, জ্যাকসন হাইটস ব্রডওয়ে, নর্দার্ণ ব্লুবার্ড, ব্রুকলিনে অভিযান পরিচালনা করেছে। আইস-এর পরিচালক সাংবাদিকদের জানান, ‘নিউইয়র্কে আগামী দিনে এই অভিযান আরও জোরদার করা হবে’। ম্যানহাটনের অভিযানে একজন বাংলাদেশির গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লেও পরে তার সত্যতা পাওয়া যায়নি। প্রধান সড়ক, কর্মস্থল, মার্কেটে অভিযান চালানো হয়। এর ফলে কমিউনিটিতে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। হাজারো কাগজপত্রহীন বাংলাদেশি আত্মগোপনে রয়েছেন। লোকালয়ে আসছেন না। অনেকেই কর্মস্থলে যেতে ভয় পাচ্ছেন। অভিযানের খবর সোশ্যাল মিডিয়াসহ গণমাধ্যমে দ্রুত ছড়িয়ে যায়। অনেকে আত্মগোপনে থাকায় বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রুকলিনের শতশত মানুষকে সতর্কভাবে চলাফেরা করতে দেখা যাচ্ছে।
গত মঙ্গলবার বিকেলে ম্যানহাটনের চায়না টাউনের ক্যানাল স্ট্রিটে অভিযান চালানোর খবরটি বেশি আলোড়ন সৃষ্টি করে। অভিযানের সময় বেশ কয়েকজন রাস্তার বিক্রেতাকে আটক করা হয়। যারা পথচারী এবং অভিবাসী অ্যাটর্নির কাছ থেকে ফিরছিলেন। অপারেশনটি বেলা তিনটার দিকে শুরু হয়। আইস এজেন্টরা জাল পণ্য  বিক্রেতাদের দৌড়িয়ে গ্রেপ্তার করেছে। তারা রাস্তার নকল পণ্য বিক্রেতাদের প্রশ্ন করতে সেখানে হাজির হয়েছিল বলে হোমল্যান্ড সিকিউরিটি কর্মকর্তা জানিয়েছেন।
অভিযানের সময় নিউ ইয়র্কাররা তাদের সেলফোন বের করে আইস অপারেশন রেকর্ড করতে শুরু করে। কিছু দর্শক এজেন্টদের দিকে চিৎকার করে, গ্রেপ্তারকে ‘ঘৃণ্য’ বলে তারা অভিহিত করে এবং একজন ব্যক্তিকে মাটিতে ফেলে দেওয়ার সময় তাদের থামার দাবি জানাতে থাকেন উপস্থিত নগরবাসি।
সূত্রে জানা যায়, মঙ্গলবার দিন এজেন্টরা যখন একজন আফ্রিকান পণ্য বিক্রেতাকে গ্রেপ্তার করতে যায়, তখন মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে। কেউ কেউ আইস এজেন্টদের চিৎকার করে নাৎসিদের সাথে তুলনা করে এবং তাদের ফ্যাসিস্ট বলে অভিহিত করে প্রতিবাদ জানায়। আইস এজেন্টরা তাদের গাড়িতে যাওয়ার সাথে সাথে নিউ ইয়র্কাররা রাস্তায় ছুটে আসে। এজেন্টরা তখন লোকজনকে ধাক্কা দিতে দিতে মাটিতে ফেলে দিতে শুরু করে। এর ফলে আরও ক্ষুব্ধ দর্শকরা জনতার সঙ্গে যোগ দেয় এবং আইস এজেন্টদের ওপর চড়াও হয়। রাস্তার মানুষ আইস এজেন্টদের অনুসরণ করে ২৬ ফেডারেল প্লাজায় যায়। সেখানে সাম্প্রতিক মাসগুলিতে অনেক অভিবাসীকে আটক করা হয়েছিল।
নিউইয়র্ক ইমিগ্রেশন কোয়ালিশনের সভাপতি ও সিইও মুরাদ আওয়াদেহ অ্যাম নিউইয়র্ককে বলেন, এটি কাউকে নিরাপদ করে তোলে না। এটি আসলে প্রত্যেককে অনেক বেশি অনিরাপদ করে তোলে যখন লোকেরা মনে করে যে তারা তাদের সমস্যা নিয়ে পুলিশ বা আইন প্রয়োগকারীদের কাছে যেতে পারে না।
এদিকে বাফেলো শহরে হামলা চালিয়ে গেল সপ্তাহে ৪৫ বছর বয়স্ক এক বাংলাদেশি মহিলাকে তুলে নিয়ে গেছে আইস পুলিশ।