সারোয়ার বাবুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৫:০৩ পিএম, ১৭ অক্টোবর ২০২৫ শুক্রবার

# হাসপাতাল থেকে ফিরেছেন প্রমি
নিউইয়র্কে রিয়েল এস্টেট এজেন্ট সারোয়ার খান বাবু কর্তৃক কন্ঠশিল্পী প্রমি তাজকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।এ ঘটনায় প্রমি রিয়েল এস্টেট এজেন্ট সারোয়ার খানের বিরুদ্ধে এনওয়াইপিডি পুলিশে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সারোওয়ারকে আটকের চেষ্টা করছে।
মঙ্গলবার দুপুর ১ টার দিকে জামাইকার ১৮৯-১০ হিলসাইড এভিনিউস্থ এক্সিট রিয়েলটর অফিসে এ ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই সারোয়ারকে চাকরিচ্যুত করেছে এক্সিট রিয়েলটি। বিষয়টি কমিউনিটিতে ব্যাপক আলোড়ন ও সমালোচনার সৃষ্টি হয়েছে। সর্বত্র আলোচনার ঝড় বইছে। সোশাল মিডিয়ায় অনেকে বলছেন, বাবু এমন কাজ করতে পারেন না। বিশ্বাস করতে কষ্ট হয়। অনেকে প্রশ্ন তুলেছেন, প্রমির চলাফেরার নিয়ে। অনেকে বলছেন, বাবু এমন কিছু করেছেন, যাতে প্রমি পুলিশকে জানাতে বাধ্য হয়েছেন। বাবুর সাথে বারবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। প্রমির স্বামী রায়ান তাজ সোশাল মিডিয়ায় তাদের পারিবারিক বিষয় নিয়ে লেখালেখি না করতে অনুরোধ করেছেন।
এ বিষয়ে কন্ঠশিল্পী প্রমি সাংবাদিকদেও বলেছেন,১৮৯-১০ হিলসাইড এভিউনিতে অবস্থিত এক্সিট রিয়েলটরের অফিসে কাজ করেন। সারোয়ার খান বাবুও এই অফিসে রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে দায়িত্বরত। মঙ্গলবার দুপুর ১ টার দিকে সারোওয়ার খান বাবু অফিসে কাজের কথা বলে তার ডেকে নিয়ে যান।
প্রমি বলেন, আমি তার রুমে ঢুকার পর সারোয়ার দরজা আটকে দেন এবং আমার হাত ধরে টেনে জোরপূর্বক তার দিকে টেনে নেয়ার চেষ্টা করেন এবং আমাকে চুমু দেয়ার চেষ্টা করেন এবং অশালীনভাবে হয়রানীর চেষ্টা করেন। পরে আমি তাঁর হাত থেকে ছুটে রুম থেকে বেরিয়ে আসি এবং ঘটনাটি সাথে সাথে অফিসের ম্যানেজারকে বলি। ঘটনা শুনে ম্যানেজের তাৎক্ষণিক তাঁকে চাকুরিচ্যুত করেন ও তখন ৯১১ এ কল দিয়ে পুলিশ ডাকা হয়।
প্রমি আরো বলেন, খবর পেয়ে পুলিশ অফিসে পৌঁছালে তখন সারোওয়ার সেখান থেকে পালিয়ে যায়। এজন্য পুলিশ তাকে আটক করতে পারেনি। এ বিষয়ে আমি পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছি । পুলিশ তাকে গ্রেফতার করতে খুঁজছে ।
তিনি আরো বলেন,’ আমি নিউইয়র্কে দীর্ঘ ১ যুগ ধরে কন্ঠশিল্পী হিসেবে পারফর্ম করছি । এছাড়া আমি এনওয়াই পিডি পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করছি। এবং পার্ট টাইম জব হিসেবে এক্সিট রিয়েলটরেও কর্মরত আছি । আমি চাই তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করা হোক । কারণ আমাদের কমিউনিটিতে এ রকম অপকর্ম যাতে কেউ করার সাহস না পায় ভবিষ্যতে।
প্রমি তাজ ঘটনার সময় চেয়ার দিয়ে নিজেকে রক্ষা করতে গিয়ে সামান্য আহত হয়েছেন। তার মধ্যে এক ধরনের প্যানিক তৈরি হয়েছিল। হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। গত বুধবার প্রমি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। উল্লেখ্য প্রমি পুলিশ ডিপার্টমেন্টের অক্সিলারি টিমে পার্টটাইম কাজ করছেন। ফুল টাইম কাজ করেন এক্সিট রিয়েলিটিতে।