সোমবার   ১৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ২০ রবিউস সানি ১৪৪৭

মামদানির জন্য বাংলাদেশী ব্যবসায়ীরা

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৫১ এএম, ১১ অক্টোবর ২০২৫ শনিবার

 

 
  

 
নিউইয়র্ক সিটির আসন্ন নির্বাচনে মেয়র পদপ্রার্থী জোহরান মামদানিকে সমর্থন জানিয়েছে জ্যাকসন হাইটসের বাংলাদেশী ব্যবসায়ী, কমিউনিটি এক্টিভিস্ট ও সাধারণ মানুষ। এ বিষয়ে গত ৮ অক্টোবর মামদানিকে সমর্থন জানিয়ে তার জন্য ভোট চেয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন অফ নিউইয়র্ক (জেবিবিএ)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোহরান মামদানি, জেবিবিএ’র প্রধান উপদেষ্টা ব্যবসায়ী শাহ নেওয়াজ, জেবিবিএ প্রেসিডেন্ট গিয়াস আহমেদ ও সাধারণ সম্পাদক তারেক হাসান খান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার। 
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও কামরুল ইসলাম, কমিউনিটি লিডার অ্যাটর্নি মইন চৌধুরী, রিয়েলটর নূরুল আজিম, কমিউনিটি এক্টিভিস্ট ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান ও তরিকুল ইসলাম মিঠু প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দক্ষিণ এশিয়ার লোকজন যুক্তরাষ্ট্রে বিশেষ করে নিউইয়র্কে সুযোগ-সুবিধার দিক থেকে অনেক পিছিয়ে আছে। তাই তাদেরকে মূলধারায় মিশে যেতে হলে তাদের মধ্যে থেকেই মেয়র নির্বাচন করতে হবে।
মামদানি বলেন, নির্বাচনের মাত্র আর এক মাস বাকি। এখন সময় ইতিহাস তৈরি করার। নিউইয়র্কের মতো শহরে আমাদের মেয়র নির্বাচন করার। অন্য প্রার্থীর লোকজন নানা অপপ্রচার চালাচ্ছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু আমাদের শুধু নিজেদের কাজ করে যেতে হবে। ভোটের মাধ্যমে নিজেদের প্রার্থী জয়ী করতে হবে। নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচন করতে হবে। নিউইয়র্ককে সাশ্রয়ী শহর হিসেবে গড়ে তুলতে হবে। নিউইয়র্ককে সবার জন্য গড়ে তুলত হবে।
শাহনেওয়াজ বলেন, নিউইয়র্কের মেয়র নির্বাচনে বাংলাদেশীরা বড় ভূমিকা রাখতে পারে। তারা যাকে ভোট দেয় সেই মেয়র হয়। এর আগে এরিক এডামসকে বাংলাদেশিরা ভোট দিয়ে নির্বাচিত করেছে। এখন সময় মামদানির জন্য কাজ করার। মুসলিম মেয়র নির্বাচিত করার, এশিয় মেয়র নির্বাচিত করার, জনগনের মেয়র নির্বাচিত করার। তাই সব বাংলাদেশীকে ভোট দিতে হবে, অন্যকে ভোটদানে উৎসাহিত করতে হবে।