শনিবার   ০৪ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৮ ১৪৩২   ১১ রবিউস সানি ১৪৪৭

সাউথ জ্যামাইকায় জমজমাট পথমেলা অনুষ্ঠিত

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:২৬ এএম, ৪ অক্টোবর ২০২৫ শনিবার


 

 
নিউইয়র্কের সাউথ জ্যামাইকায় দ্রুত বাড়ছে বাংলাদেশি কমিউনিটি। তার প্রমাণ পাওয়া গেল গত ২৭ সেপ্টেম্বর শনিবার সাউথ জ্যামাইকায় দিনব্যাপী অনুষ্ঠিত পথমেলায়। এলাকার বাংলাদেশি কমিউনিটির জন্য অভূতপূর্ব ও জাঁকজমকপূর্ণ এ আয়োজন করেছিল প্রবাসের জনপ্রিয় হোমকেয়ার সেবাদাতা প্রতিষ্ঠান গোল্ডেন এজ হোমকেয়ার। প্রাণের আমেজ আর হৃদয়ের উষ্ণতায় কুইন্সে বাংলাদেশিদের নতুন বসতিস্থল সাউথ জ্যামাইকার মেরিক বুলেভার্ড সংলগ্ন পার্কে অনুষ্ঠিত সাউথ জ্যামাইকরা বাংলাদেশি মেলায় ছিল উপচেপড়া ভিড়। বাংলাদেশি কমিউনিটি ছাড়াও বিভিন্ন ভাষাভাষির মানুষেরা মেলায় উপস্থিত থেকে দিনভর আনন্দে মেতে ওঠেন।
আহ্বায়ক বেলাল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ মেলায় বিভিন্ন খাদ্য আর পণ্যের স্টলে ছিল জমজমাট ব্যবসা। কমিউনিটির জনপ্রিয় উপস্থাপক সোনিয়া শারমিন সিরাজের প্রাণবন্ত উপস্থাপনায় দিনভর নৃত্য-গীতের পাশাপাশি চলে বিশিষ্টজনদের শুভেচ্ছা বক্তব্য। আর এর মধ্যদিয়ে নয়া বসতিস্থলটি ভিন্ন এক আবহে উদ্বেলিত হয়। মেলায় অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ও গোল্ডেন এজ হোমকেয়ারের প্রেসিডেন্ট শাহনেওয়াজ এবং রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম, কমিউনিটি লিডার মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, আহসান হাবিব প্রমুখ।
গানে গানে উপস্থিত সকলকে মাতিয়ে রাখেন কিংবদন্তি মরমী শিল্পী আবদুল আলীমের মেয়ে জোহরা আলীম, প্রবাসের জনপ্রিয় শিল্পী শিমুল খান, শাহ মাহবুব, রোকসানা মির্জা প্রমুখ।

মেলার আকর্ষণীয় পর্ব ছিল র‌্যাফেল ড্র। সকলে হুমড়ি খেয়ে টিকিট কিনেছিলেন। বিজয়ীরা তৃপ্তির হাসি হাসতে হাসতে আবারো সবুজের সমারোহে পরিপূর্ণ এই পার্কে নতুন কোন কর্মসূচির প্রত্যাশা নিয়ে সকলে ঘরে ফিরেছেন।মেলার সদস্য সচিব ছিলেন জহিরুল আমিন তপাদার। মেলায় ডায়মন্ড স্পন্সর ছিল নিউইয়র্ক সিনিয়র অ্যাডাল্ট ডে কেয়ার এবং গোল্ড স্পন্সর ছিল এম্পায়ার কেয়ার এজেন্সি।