নিউইয়র্কে ঢাকার সাংবাদিকদের সাথে ‘আজকাল’র আড্ডা
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:২১ এএম, ৪ অক্টোবর ২০২৫ শনিবার

বাংলাদেশ এবং প্রবাসের সাংবাদিকদের মধ্যে নিবিড় যোগাযোগ তথ্য আদান-প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তথ্যবহুল ও উননয়নমূলক সংবাদ, উন্নত কমিউনিটি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। জাতিসংঘের ৮০ তম অধিবেশন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের নিউইয়র্ক অবস্থানকালীন সময় সফররত ঢাকা’র সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক নৈশভোজের আগে প্রবাসের সবচেয়ে বড় ব্যবসায়ী গ্রুপ শাহ নেওয়াজ গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ এসব কথা বলেন।
নিউইয়র্ক থেকে প্রকাশিত "আজকাল" পত্রিকার উদ্যোগে গত মঙ্গলবার রাতে জ্যাকসন হাইটস’র একটি রেস্টুরেন্টে এই নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শাহ নেওয়াজ গ্রুপের প্রেসিডেন্ট এ আজকাল সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ ছাড়াও আরও উপস্থিত ছিলেন আজকাল'র ব্যাবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ, শাহ গ্রুপের মিডিয়া ডিরেক্টর ফরিদ আলম, জিএম আবু বকর সিদ্দিক, সিটি এডিটর অনিকরাজ, শাহ নেওয়াজ গ্রুপের ফটো সাংবাদিক নিহার সিদ্দিক প্রমুখ ।
নৈশভোজ ও আড্ডায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ড. কনক সরওয়ার ও ইলিয়াস হোসাইন । ঢাকা থেকে আগত সাংবাদিকদের মধ্যে ইংরেজি দৈনিক ডেইলি টাইমসের সম্পাদক ইলিয়াস খান, ডিপ্লোমেটিক করেসপনডেনট এসোসিয়েশন অব বাংলাদেশের জেনারেল সেক্রেটারি ও আমাদের সময়ের বিশেষ প্রতিনিধি আরিফুজজামান মামুন, যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাহফুজ মিশু, দৈনিক ইনকিলাবের প্রধান প্রতিবেদক ফারুক হোসেন, জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি এম এম জসিম, নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মারুফা , মাই টিভি’র নিউইয়র্ক প্রতিনিধি মল্লিকা খান মুনা, টিবিএন টুয়েনটিফোর’র আপেল
সাংবাদিক ইলিয়াস খান ও অনান্য সাংবাদিকরা আড্ডা ও আলোচনায় দেশ-বিদেশের সাংবাদিকতার নানাদিক নিয়ে কথা বলেন । তারা শাহ নেওয়াজ এবং তার প্রতিষ্ঠানগুলোর আরও সফলতা কামনা করেন। আগামীতে নিউইয়র্ক ভ্রমনকালে তারা আবারও এ ধরনের আড্ডা আয়োজনের পরত্যাশা করেন ।
নৈশভোজ ও আড্ডা শেষে শুভেচ্ছার নিদর্শন স্বরূপ অতিথি সাংবাদিকদের হাতে উপহার তুলে দেন ।