শনিবার   ০৪ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৮ ১৪৩২   ১১ রবিউস সানি ১৪৪৭

নিউইয়র্কে জামায়ত নেতা তাহেরকে সংবর্ধনা

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৩৮ এএম, ৪ অক্টোবর ২০২৫ শনিবার


 
 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে সংবর্ধনা দিয়েছে নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশী বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন। গত ২৬ সেপ্টেম্বর কোয়ালিশন অব বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশনে (কোবা) আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিপুল জনসমাগম হয়।
নিউইয়র্কে এস্টোরিয়ার ওয়ার্ল্ড মেনর হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপত্বি করেন আয়োজক সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা মতিউর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. মীর শওকত আলী, ড. নকিবুর রহমান, সাংবাদিক কাজী শামসুল আলম, স্পোর্টস এ্যালায়েন্স এসোসিয়েশন সভাপতি মনির আহমেদ, আমেরিকার খেলাফত মজলিসের সভাপতি মুফতি লুৎফর রহমান কাশেমি, কুমিল্লা সমিতির সাবেক সভাপতি আলমগীর, হাজি মফিজুল ইসলাম ও বিশিষ্ট আইনজীবী মশিউর রহমান  প্রমুখ।
অনুষ্ঠানে ডা. তাহের বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াত আপোষহীন। বাংলাদেশ স্বাধীনতা পেলেও তার সুফল পায়নি। নেতৃত্বের কারণে মানুষ সুফল থেকে বঞ্চিত হয়েছে। জুলায়ের পর সে সুযোগ এসেছে। দেশের মানুষ পরিবর্তন চায়। প্রয়োজনীয় সংস্কার চায়। হাসিনা মার্কা নির্বাচন চায় না। যদি কারচুপির নির্বাচন হয় তাহলে আবারও রাজপথে নামবে জনগণ। রাজনীতিবিদরা তা বুঝতে ভুল করলে চওড়া মূল্য দিতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে মুসলিম-অমুসলিম সব দেশের সম্পর্ক থাকবে। তবে তা হবে পারস্পরিক বন্ধত্বের, প্রভুত্বের নয়। সময় বুঝেই কাজ করতে হবে। মালদ্বীপ ভারত ছাড়া পারলে পারবো।
এসময় প্রবাসী দুই সাংবাদিকের বিষয়ে তাহের বলেন, সাংবাদিক ইলিয়াস হোসেন ও কনক সারওয়ারকে ধন্যবাদ দিলে তাদের খাটো করা হবে। তাদের অনেক ভূমিকা রয়েছে। তারা কোন কিছু পাওয়ার জন্য করেনি। দেশের জন্য করেছে।