বাংলাদেশি আংকেল-আন্টিরা আমার জয়ের সারথীঃ মামদানি
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৪৪ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার

টাইম টিভি ও বাংলাপত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী
বাংলাদেশি আংকেল-আন্টিরা আমার জয়ের সারথী। তাদের সর্মথন ছাড়া আমার এ দীর্ঘ পথ পাড়ি দেয়া কঠিন ছিল। আমরা জয়ের দ্বারপ্রান্তে। ৪ নভেম্বর বাংলাদেশি কমিউনিটি বিজয়ের হাসিতে উল্লাস করবে ইনশাল্লাহ। নিউইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি বাংলা মিডিয়া টাইম টিভি ও বাংলাপত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশ নিয়ে এ কথা বলেন। ২০ ও ২১ সেপ্টেম্বর এস্টোরিয়া ওয়ার্ল্ড ম্যানরের গ্র্যান্ড বলরুমে প্রতিষ্ঠানটির সিইও আবু তাহেরের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। অনুষ্ঠানে কমিউনিটির সর্বস্তরের মানুষের শুভেচ্ছায় আবারও অভিষিক্ত হলো মিডিয়া দুটি। প্রতিষ্ঠাবার্ষিকীর নানা আয়োজনের মধ্যে ছিলো সেমিনার, শুভেচ্ছা বিনিময়, অ্যাওয়ার্ড বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ। অনুষ্ঠানে নিউইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানী সহ মূলধারার রাজনীতিক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা আমন্ত্রিত অতিথি ছিলেন। অনুষ্ঠানে কী নোট স্পীকার ছিলেন সিটি কাউন্সিলওম্যান শাহানা হানিফ। অনুষ্ঠানে বিভিন্ন পর্বে অনুষ্ঠিত কর্মসূচিতে অংশ নেন ব্যবসায়ী মনির হোসেন, ডা. জিয়া উদ্দীন আহামেদ, আতাউর রহমান সেলিম, মোহাম্মদ আলী, ডা. ওয়াদুদ ভূইয়া, আহসান হাবীব, কাজী ফৌজিয়া হাসান ফেরদৌস, মেরী জোবায়দা সাবেক লেফটেন্যান্ট শামসুল হক, ড. নকিবুর রহমান,ডা. সবুর, আরমান চৌধুরী সিপিএ, আলহাজ সোলায়মান ভূইয়া,মাহতাব খান, আহাদ আলী সিপিএ, নাসির খান পল, ব্যার্নার শেল, আহাদ আলী সিপিএ, মোহাম্মদ জাবেদ উদ্দিন, গ্রীন মেকানিকৗাল ইয়ংকার্স-এর প্রেসিডেন্ট তোফায়েল চৌধুরী, ড. ইমরুল কবীর, ডা. বর্ণালী হাসান নজরুল ইসলাম,কাজী হেলাল আহমেদ ও কল্লোল আহমেদ । সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন কালা মিয়া, শিমুল খান, করিম হাওলাদার, ত্রিনিয়া হাসান ও শাহ মাহবুব। এদিনের অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সৈয়দ আল আমীন রাসেল, তামান্না মৌ , সোনিয়া শারমিন, সাদিয়া খন্দকার ও দিমা নেফারতিতি ।
অনুষ্ঠানে বাংলা পত্রিকা’র প্রতিষ্ঠাতা সম্পাদক মাহবুবুর রহমান-কে আজীবন সম্মাননা ও সৈয়দ ইলিয়াস খসরুকে টাইম টেলিভিশনের বেস্ট টিম মেম্বারের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান আর্কষণ জোহরান মামদানি বলেন, টাইম টেলিভিশন তার কর্মকান্ডের মধ্য দিয়ে শুধু কমিউনিটি নয়, আমেরিকান রাজনীতিতে প্রতিষ্ঠিত মিডিয়া হিসেবে স্থান করে নিয়েছে। মামদানী বলেন, আমার নির্বাচনে আন্টি-আংকেল, ব্রাদার-সিস্টারগণ ভোট দিয়ে আমাকে জয়ী করেছেন। আগামীতেও সবাই আমাকে জয়ী করলে, আমরা সবাই মিলেই জয়ী হবো।