ডিম নিক্ষেপকারি মিজানকে হাসিনার ফোন
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৩২ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
নিউ ইয়র্কে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপকারী ও জেষ্ঠ সদস্য সচিব ডা. তাসনিম জারাকে হেনস্থাকারি যুবলীগ নেতা মিজানুর রহমান চৌধুরীকে গ্রেফতারের ১ দিন পর ২৩ সেপ্টেম্বর জামিনে ছাড়া পেয়েছেন। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোহাম্মদ হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তার মুক্তির পর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ জ্যাকসন হাইটস ও ব্রংকসে আনন্দ মিছিল বের করে। এতে নেতৃত্ব দেন আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সহ সভাপতি আব্দুর রহিম বাদশা। ভারতে বসবাসরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিজানকে টেলিফোনে বাহবা দিয়েছেন। সাহসী এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে আহবান জানিয়েছেন।
স্থানীয় সময় সোমবার ২২ সেপ্টেম্বও রাত সাড়ে নয়টার দিকে যুবলীগের এই নেতাকে জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টের সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেশের বাড়ি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায়। ব্রংকসের ২০৫ স্ট্রিট বেডফোর্ড এলাকায় তার বসবাস।
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের জাতিসংঘ ডেলিগেট সদস্য হিসেবে বিএনপির মহাসচিব ফকরুল ইসলাম দেলোয়ার বিএনপি নেতা হুমায়ুন কবির, জামায়াত নেতা ডা আবু তাহের,এনসিপি নেতা আখতার হোসেন ও এনসিপি নেত্রী তাসনিম জারা নিউইয়র্কে আসেন সোমবার দুপুরে। বিকেল ৩টার দিকে জেএফকে বিমানবন্দরে ইমিগ্রেশন চেক শেষে বেরিয়ে আসলে পথিমধ্যে আওয়ামী লীগের নেতা কর্মিরো তাদের ওপর চড়াও হন। অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আখতার হোসেনকে লক্ষ করে ডিম ছুঁড়ে মারেন। জারাকে উদ্দেশ্য করে নোংরা মন্তব্য করেন। আখতার হোসেনের দিকে ডিম ছোড়ার আগে ভিডিও লুকও দেন হামলাকারি মিজান। আওযামী লীগ কর্মিরা ফকরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে খারাপ মন্তব্য করেন। এ ঘটনার পর পুরো নিউইয়র্ক শহরের বাংলাদেশি কমিউনিটিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সন্ধ্যা ৮টা নাগাদ মিজান জ্যাকসন হ্ইাটসে এসে আড্ডা দিচ্ছিলেন। বন্ধুদের সাথে এই সাহসী ঘটনার উৎসব করছিলেন। ছিল নিজের মধ্যে হিরো ইজমও। এ সময় কোন একজন পুলিশকে খবর দিলে তাকে গ্রেফতার করে নিয়ে যায়।
বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস আহমেদ এক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের পলাতক নেত্রীর নির্দেশে পূর্ব ঘোষণা দিয়ে এ জঘন্যতম মব সৃষ্টি করেছে। আমরা এসব চিহ্নিত সন্ত্রাসীকে আটক করার দাবি জানিয়েছিলাম।’ প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল ইসলাম ঘটনার নিন্দা জানিয়েছেন।
