যুক্তরাষ্ট্রে আইসিই কার্যালয়ে গুলিতে নিহত ১
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৩৯ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার (আইসিই) টেক্সাসের ডালাস ফিল্ড অফিসে বুধবার সকালে এক বন্দুকধারীর গুলিতে অন্তত একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। পরে হামলাকারী নিজেই গুলি করে আত্মহনন করেন বলে জানিয়েছে ফেডারেল কর্তৃপক্ষ।
স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে উত্তর-পশ্চিম ডালাসে এই হামলার ঘটনা ঘটে। মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা দপ্তরের সচিব ক্রিস্টি নোম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, এ ঘটনায় ‘একাধিক আহত ও নিহত হয়েছেন এবং হামলাকারী মৃত।
’
আইসিই জানিয়েছে, ফিল্ড অফিসে অভিবাসীদের প্রাথমিক প্রক্রিয়াকরণ হয় এবং কর্মকর্তারা ঠিক করেন তাদের মুক্তি দেওয়া হবে, নাকি আটক রাখা হবে। স্থানীয় পুলিশ সূত্রে ফক্স নিউজ জানায়, যাদের প্রক্রিয়াকরণ ও নিজ দেশে ফেরত পাঠানোর জন্য নিয়ে আসা হচ্ছিল, তাদের ওপরেই হামলা চালানো হয়।
ডালাস পুলিশ বিভাগ এক্সে জানায়, দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে এবং ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। হামলাকারীও মৃত।
স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থলে ব্যাপক আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতি।
স্থানীয় টেলিভিশন চ্যানেল ডব্লিউএফএএ জানিয়েছে, হামলাকারীর লাশ কাছের একটি ভবনের ছাদে পাওয়া গেছে।
আইসিইর ভারপ্রাপ্ত প্রধান টড লায়ন্স সিএনএনকে বলেছেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী, এটি হয়তো একজন স্নাইপারের কাজ।’
কিছু গণমাধ্যম জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক।
ডালাস পুলিশ রয়টার্সকে জানিয়েছে, ‘এখনো ঘটনাস্থল সক্রিয় রয়েছে এবং বিস্তারিত তথ্য সীমিত।’