শনিবার   ২০ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৪ ১৪৩২   ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

‘কক্ষপথ৭১’র আত্মপ্রকাশ

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:১৪ এএম, ২০ সেপ্টেম্বর ২০২৫ শনিবার


 
 


 
নিউইয়র্কের ‘কক্ষপথ-৭১’ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটস জুইস সেন্টারে আয়োজিত সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আইনজীবী, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, সাংস্কৃতিক কর্মী ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধ শেখ আখতার উল ইসলামকে আহ্বায়ক, অ্যাডভোকেট মিয়া জাকিরকে যুগ্ম আহ্বায়ক ও শ্রী জয়জিত আচার্য্যকে সদস্যসচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
শেখ আখতার উল ইসলামের সভঅপতিত্বে ওসঞ্চালনায় ছিলেন অ্যাডভোকেট মিয়া জাকির। এতে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ইসমাইল আনসারি, গোলাম মিরাজুল হোসেন, সাইদুর রহমান, ফারুক হোসেন, শওকত আকবর রিচি, ডা. প্রদীপ রঞ্জন কর, অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল, মোশেদা জামান, সৈয়দ মঈন উদ্দিন জুনেল, অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ, সাইদুর রহমান, আব্দুছ সাত্তার ও বখতিয়ার আলী।
এ ছাড়া বক্তব্য দেন সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লুৎফুন নাহার লতা, আল আমীন বাবু, মিতুন আহমাদ, সাবেক ছাত্রনেতা মোজাহিদ আনসারি, ব্যবসায়ী ইয়ামিন রশীদ, সোনিয়া সুলতানা ও নুর ফাতেমা।