ড. ইউনূস আসছেন ২২ সেপ্টেম্বর
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৩৮ এএম, ২০ সেপ্টেম্বর ২০২৫ শনিবার

বাংলাদেশের অন্তর্বর্তীকালিন সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনূস আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে এসে পৌঁছুবেন বলে জানা গেছে। বিভিন্ন দেশের প্রেসিডেন্ট ও সরকার প্রধানদের সাথে আগামী ২৩ সেপ্টেম্বর সকালে তিনি জাতিসংঘ ৮০তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করবেন। এদিন সকালের অধিবেশনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাষণ দেবেন। আগামী ২৬ সেপ্টেম্বর বিকেলে তিনি জাতিসংঘের ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন। ড. মোহাম্মদ ই্উনূস বাংলাদেশে অন্তর্বর্তীকালিন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার দ্বিতীয়বার জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করা। তাঁর আগমনকে ঘিরে বিমানবন্দর, হোটেল এবং জাতিসংঘ সদর দপ্তরের পাশে যুক্তরাষ্ট্রে বসবাসরত আওয়ামী লীগের নেতারা বিক্ষোভ দেখাবে বলে ঘোষণা দিয়েছে। এসব কারণে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস ও স্থায়ি মিশনের পক্ষ থেকে তাঁর নিরাপত্তার বিষয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানা গেছে। নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে গত ২৪ আগস্ট, ২০২৫ ড. ইউনূস সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উপস্থিতিকে ঘিরে আওয়ামী লীগ নেতাদের বিক্ষোভ ও হামলার ঘটনা ঘটেছিল। তাতে ভবনের দরজার গ্লাস ভাঙ্গাসহ মধ্যরাত পর্যন্ত তারা সেখানে অবস্থান করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে বলে কনস্যুলেটের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়। যা এখন ফেডারেল ও এনওয়াইপিডি আলাদাভাবে তদন্ত করছে।