এবার মেমফিসে ন্যাশনাল গার্ড মোতায়েন করছেন ট্রাম্প
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:০৮ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

লস অ্যাঞ্জেলেস ও রাজধানী ওয়াশিংটন ডিসির পর এবার মেমফিসে জাতীয় সুরক্ষাবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, অপরাধ কমাতে এই পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন।মার্কিন সংবাদমাধ্যম সিবিএস এর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
এর আগে রাজধানী ওয়াশিংটন ডিসি এবং লস অ্যাঞ্জেলেসে বাহিনী মোতায়েনের নির্দেশ দেন ট্রাম্প। এবারে তিনি জানান, এরপর, শিকাগোসহ অন্যান্য অঞ্চলেও বাহিনী মোতায়েন করা হবে। ট্রাম্প বলেন, ‘আমার ধারণা এর পর শিকাগো এবং পরে সেন্ট লুইস, নিউ ওরলিয়ন্সেও বাহিনী যাবে।’
প্রসঙ্গত, ট্রাম্পের উল্লিখিত প্রতিটি শহরই ডেমোক্রাট পরিচালিত। দেশের মধ্যেই শহরে সেনা নামানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে নানা বিতর্কের জন্ম দিয়েছে। প্রেসিডেন্টের ক্ষমতার সীমা কতখানি, সেই প্রশ্নও উঠেছে।
টেনেসির গভর্নর রিপাব্লিকান বিল লি-এর সঙ্গে ওভাল অফিসে ট্রাম্প সিদ্ধান্ত নেন এফবিআই, ইমিগ্রেশান অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টসহ অন্যান্য সংস্থার পাশাপাশি মেমফিসে মোতায়েন করা হবে ন্যাশানাল গার্ড।
ট্রাম্প জানিয়েছেন, এই কাজের তদারকি করবেন অ্যাটর্নি জেনারাল পাম বন্ডি।