শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:০৬ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ শনিবার

নিউইয়র্কের অন্যতম ব্যবসায়ী প্রতিষ্ঠান শাহ নেওয়াজ গ্রুপের কার্যক্রমে আরো গতিশীলতা আনতে গ্রুপটিতে যুক্ত হয়েছেন এক ঝাঁক নতুন মুখ। এছাড়া কয়েকজনকে পদোন্নাতিও দিয়েছে গ্রুপটি। নতুন মুখের মধ্যে রয়েছেন সাবেক ফুটবলার আবু জোবায়ের দারা, সিনিয়র সাংবাদিক ফরিদ আলম, ফটো-সাংবাদিক নিহার সিদ্দিকী। পদোন্নতি পেয়েছেন অনিক রাজ, রাসেল ভূঁইয়া, সাদমান নেওয়াজ (জাহিন), সাদিয়া নেওয়াজ (জারিন) ও বেলাল আহমেদ।
সাবেক ফুটবলার আবু জোবায়ের দারা, শাহ নেওয়াজ গ্রুপের ওভারসিজ ডাইরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক সদস্য। কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট, ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ সোসাইটি টরেন্টো, কানাডার চীফ উপদেষ্টা।
নতুন নিয়োগ পাওয়া ফরিদ আলম ২৫ বছরের কর্মজীবনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সুনামের সাথে কাজ করেছেন। বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ফরিদ আলম জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভির উত্তর আমেরিকা ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, এনটিভি ও চ্যানেল ওয়ানে বিশেষ প্রতিনিধি ও চিফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
চীফ ফটোগ্রাফার হিসাবে নিয়োগ পেয়েছেন নিহার সিদ্দীকী। তিনি নিউইয়র্কে প্রায় ২৫ বছর ধরে ফটো সংবাদিক হিসেবে কাজ করছেন। এর মধ্যে ইত্তেফাক গ্রুপের ফটো সাংবাদিক, নিউইয়র্কে বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি, বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য এবং ইন্টারন্যাশনাল ফটোগ্রাফিক সোসাইটির আজীবন সদস্য।
সাদমান নেওয়াজ (জাহিন), গোল্ডেন এজ হোম কেয়ারের এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে পদোন্নতি পেয়েছেন। একই প্রতিষ্ঠানের ডাইরেক্টর হিসেবে পদোন্নতি পেয়েছেন সাদিয়া নেওয়াজ (জারিন)। প্রতিষ্ঠানটিতে জিএম হিসেবে পদোন্নতি পেয়েছেন রাসেল ভূঁইয়া। এছাড়া গোল্ডেন এজ হোম কেয়ারের হিলসাইড ব্রাঞ্চের ডিজিএম হিসেবে পদোন্নতি পেয়েছেন বেলাল আহমেদ।
শাহ নেওয়াজ গ্রুপের কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ আজকালকে জানান, আশা করি যারা গ্রুপে যুক্ত হয়েছেন, পদোন্নতি পেয়েছন এবং অন্য যারা এই ব্যবসায়ী গ্রুপে যুক্ত আছেন তাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা আরও সামনের দিকে এগিয়ে যাবো। খুব শিগগিরই শাহ নেওয়াজ গ্রুপের মিডিয়া লাইনে প্রবাস থেকে একাধিক টিভি চ্যানেলের সম্প্রচার শুরু হবে।
উল্লেখ্য, শাহ নেওয়াজ গ্রুপের অধীনে গোল্ডেন এ্যাজ হোম কেয়ার, এনওয়াই ইন্সুরেন্স, বিগেনারস ড্রাইভিং একাডেমি, ডিএমভি এক্সপ্রেস সার্ভিস, এসএস আরআর প্রপার্টির, কেরিয়ার একাডেমিসহ আরও একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে ।