নিউইয়র্কে সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:০১ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ শনিবার

বাংলাদেশের বরেণ্য রাজনীতিবিদ, প্রাক্তন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী নিউইয়র্কে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র গত ৮ সেপ্টেম্বর ব্রঙ্কসে আল আসকা রেষ্টেরেন্টে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মনজুর আহমদ চৌধুরী, উপদেষ্টা সালেহ চৌধুরী বাংলাদেশ সোসাইটি সভাপতি আতাউর রহমান সেলিম, মৌলভীবাজার চেম্বার এন্ড কমার্সের সভাপতি সোহেব আহমদ, নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ, প্রাক্তন যুগ্ম আহবায়ক এজিএম জাহাঙ্গীর হাসাইন, বিএনপি নেতা আনোয়ারুল আলম ভূইয়া, লিয়াকত আলী, সুলতান মাহমুদুদ সিদ্দিকি উল্লাস এবং কমিউনিটি অ্যাক্টিভিষ্ট ইমরান হোসেন চেয়ারম্যান ও বশির উদ্দিন। সংঠনের সভাপতি লায়েকুল হাসান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকন।
অনুষ্ঠানে ভার্চুয়েলী যুক্ত হয়ে বক্তব্য রাখেন মরহুম সাইফুর রহমানের নাতনি আমিরা রহমান, সিলেট সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আরিফুল হক চৌধুরী এবং হবিগঞ্জ পৌরসভার প্রাক্তন মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গৌস। অনুষ্ঠানে সাইফুর রহমানের বর্ণাঢ্য জীবনের উপর নির্মিত একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।
সভায় অতিথিবৃন্দ ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি জাবেদ উদ্দিন ও বশির খান, জিল্লুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক তপদির রায় বুরন, টিটু চৌধুরী, জুহেল খান, মতিউর রহমান চৌধুরী টুকু, খলিলুর রহমান, জাবেদ উদ্দিন, সৈয়দ ফয়সল, শামিম আহমেদ, গনি খান, লাল মিয়া, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাংগঠনিক সম্পাদক মইনুল হক চৌধুরী ও সদস্য মোহাম্মদ হোসেন আহমেদ, আবুল কালাম শিপু, সাইদ আহমেদ রিপন আহমেদ, মোহাম্মদ সানি, নিলু আহমেদ, মুসা খান, লিটন খান, জোবায়ের খান জুয়েল, জসিম আহমেদ, শাহীন আহমেদ, সাদিকুর খান, রুকন আহমেদ, সুলতান মাহমুদ উল্লাস, সাকিব আহমেদ, কয়েস আহমেদ, মশিউর রাহমান চৌধুরী টুকু, মুমিনুল ইসলাম সাপ্পি, মফজল চৌধুরী সজীব প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা মরহুম এম সাইফুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি সারা জীবন লালন করেছেন। তিনি দলীয় রাজনীতি করলেও বৃহত্তর সিলেট সহ দেশের উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন। যে কারণে দেশের মানুষ আরো তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
বক্তারা বলেন, সাইফুর রহমান ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক সৎ রাজনীতিবিদ। দেশ ও সমাজের উন্নয়নে তিনি কাজ করছেন। বিএনপি সরকারের সময় দেশের সাহায্যনির্ভর অর্থনীতিকে তিনি শক্তিশালী করতে সক্ষম হয়েছিলেন। সরকারের রাজস্ব আয় বাড়াতে চালু করেন ভ্যাট আইন। সব মিলিয়ে সাইফুর রহমান ছিলেন দেশের প্রথম অর্থনীতির সংস্কারক। ছিলেন সফল অর্থমন্ত্রী।
অনুষ্ঠানে সাইফুর রহমানের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফিজ এবাদুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী ও প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।