শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৭ ১৪৩২   ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

ছিটকে গিয়েও সর্বোচ্চ ধনীর খেতাব ফিরে পেলেন ইলন মাস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:২০ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার

হুট করেই বিশ্বের শীর্ষ ধনীর দ্বিতীয় স্থানে চলে গিয়েছিলেন টেসলা প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।তাকে টপকে ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন উঠে গিয়েছিলেন শীর্ষে। তবে কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও শীর্ষে উঠেছেন এক্স এর মালিক মাস্ক।

 

মার্কিন প্রভাবশী সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, ওরাকলের ল্যারি এলিসন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল বুধবার সকালে কয়েক ঘণ্টার জন্য ইলন মাস্ককে টপকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির খেতাব অর্জন করেন। তার সফটওয়্যার কোম্পানির শেয়ারের মূল্য মাত্র কয়েক মিনিটের মধ্যেই এক-তৃতীয়াংশেরও বেশি বেড়ে যাওয়ায় তার ব্যক্তিগত সম্পদের পরিমাণও বাড়ে।

 

৮১ বছর বয়সী এলিসনের সম্পদের পরিমাণ ৩৯৩ বিলিয়ন ডলারে উন্নীত হয়। ফলে মাস্কের চার বছরের রাজত্ব ভেঙে শীর্ষ ধনী হন তিনি। তবে দিনশেষে আবারও নিজের আসনে ফিরেছেন মাস্ক।

 

সর্বশেষ তথ্য অনুযায়ী মাস্কের সম্পদের পরিমাণ ৩৮৪ দশমিক ২ বিলিয়ন ডলার। আার ল্যারির সম্পদের পরিমাণ ৩৮৩ দশমিক ২ বিলিয়ন ডলার। তাদের মধ্যে এখন এক বিলিয়ন ডলারের পার্থক্য রয়েছে।