বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৬ ১৪৩২   ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

চীন-ভারতের ওপর এবার ১০০ শতাংশ শুল্ক বসাতে বললেন ট্রাম্প

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১২:৩৩ এএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) চীন ও ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মস্কোর ওপর চাপ বাড়াতে ট্রাম্প এবার ইইউকে ব্যবহার করতে চাইছেন। খবর বিবিসি

 

ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমসের খবরে বলা হয়েছে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ওয়াশিংটনে ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় ট্রাম্প এই দাবি জানান। বৈঠকে রাশিয়ার যুদ্ধ অর্থায়ন বন্ধ করার উপায় খুঁজছিলেন তারা।

 

এক কর্মকর্তা বলেন, ইইউ যদি বেইজিং ও নয়াদিল্লির ওপর শুল্ক আরোপ করে, তবে ওয়াশিংটনও একই পদক্ষেপ নেবে। এতে ভারত ও চীনের পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক কয়েক গুণ বেড়ে যেতে পারে। বর্তমানে ভারতীয় পণ্যে শুল্ক ৫০ শতাংশে উন্নীত করা হয়েছে, আর চীনা পণ্যে শুল্ক দাঁড়িয়েছে ৩০ শতাংশে।

 

ইউক্রেন-রাশিয়া যুদ্ধবিরতি নিয়ে সমঝোতার চেষ্টা ব্যর্থ হওয়ায় হোয়াইট হাউসে হতাশা বাড়ছে এবং এর মধ্যেই ট্রাম্পের এ প্রস্তাব সামনে এলো।

 

এর আগে গত রোববার ক্রেমলিনের ব্যাপক বিমান হামলার পর ট্রাম্প রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার হুমকি দেন। পাশাপাশি রাশিয়ার তেল কেনে এমন দেশগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। তবে এখন পর্যন্ত শুধু ভারতের ওপর শাস্তিমূলক শুল্ক আরোপ করা হয়েছে রাশিয়ার তেল কেনার কারণে।

 

যদিও ইউরোপীয় ইউনিয়ন বলেছে যে, তারা রুশ জ্বালানির ওপর নির্ভরতা বন্ধ করবে। কিন্তু এখনো প্রায় ১৯ শতাংশ প্রাকৃতিক গ্যাস রাশিয়া থেকে আমদানি করছে।

 

যদি চীন ও ভারতের ওপর ইইউ শুল্ক আরোপ করে, তাহলে এটি হবে রাশিয়াকে বিচ্ছিন্ন করার যৌথ পদ্ধতি। যার মধ্যে রয়েছে নিষেধাজ্ঞা ও বাণিজ্য পণ্যের ওপর শুল্ক আরোপ।