মঙ্গলবার   ০৯ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৫ ১৪৩২   ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

চুক্তিভুক্ত দেশগুলোকে কিছু পণ্যে শুল্ক ছাড় ট্রাম্পের

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:০২ এএম, ৯ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

শিল্পজাত পণ্য রপ্তানি বিষয়ে চুক্তি করা বাণিজ্য অংশীদার দেশগুলোকে কিছু শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার একটি নির্বাহী আদেশে সই করেছেন। আদেশটি আজ সোমবার রাত ১২টা ১ মিনিট থেকে কার্যকর হবে। ছাড়ের আওতাভুক্ত শিল্পজাত রপ্তানির মধ্যে রয়েছে নিকেল, স্বর্ণ ও অন্যান্য ধাতু। পাশাপাশি রয়েছে ওষুধ তৈরির যৌগ ও রাসায়নিক।

 

বিশ্ববাণিজ্য ব্যবস্থাকে পুনর্বিন্যাস করতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার প্রথম সাত মাস শুল্ক ব্যাপকভাবে বাড়ানোর কাজে ব্যয় করেছেন। এর মাধ্যমে তিনি বাণিজ্য ঘাটতি কমানোর চেষ্টা করেছেন। আলোচনায় বাণিজ্য অংশীদার দেশগুলোর কাছ থেকে ছাড় আদায়ের চেষ্টাও ছিল ওয়াশিংটনের।

 

ট্রাম্পের সর্বশেষ আদেশে ৪৫টির বেশি ক্যাটেগরির পণ্যে শূন্য আমদানি শুল্কের সুযোগ রাখা হয়েছে। এ সুবিধা কেবল সেসব দেশ পাবে, যারা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি সম্পাদন করেছে।

 

সর্বশেষ আদেশে জাপান ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সঙ্গে কিছু পণ্যের শুল্কে সামঞ্জস্য বিধান করা হয়েছে। আদেশে ট্রাম্প বলেছেন, পারস্পরিক বাণিজ্য চুক্তিতে যুক্তরাষ্ট্রের প্রতি যাতে দেশগুলো তাদের প্রতিশ্রুতি রাখতে পারে এবং অর্থনৈতিক মূল্য নিরূপণ সহজ হয়, সে জন্য এই নতুন ছাড়ের ঘোষণা এসেছে।

 

নতুন ছাড়ে এমন পণ্য অন্তর্ভুক্ত রয়েছে, যেগুলো যুক্তরাষ্ট্রে জন্মানো কিংবা প্রাকৃতিকভাবে উৎপাদন করা যায় না। অর্থাৎ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে যেসব পণ্য পর্যাপ্ত পরিমাণে উৎপাদিত হয় না। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তিকারী দেশগুলোর কাছে নতুন আদেশের কপি না গেলেও সংশ্লিষ্ট দেশের মার্কিন বাণিজ্য প্রতিনিধি কিংবা শুল্ক বিভাগ তা বাস্তবায়ন করতে পারবে। আদেশে শূন্য শুল্কের পণ্যগুলোর মধ্যে রয়েছে– গ্রাফাইট, বিভিন্ন ধরনের নিকেল, স্টেইনলেস স্টিল তৈরির উপাদান, বৈদ্যুতিক যানবাহনের ব্যাটারি, কৃষিপণ্য, বিমান ও যন্ত্রাংশ এবং ফার্মাসিউটিক্যালসের জন্য ব্যবহৃত কিছু নন-পেটেন্টেড উপাদান।

 

আদেশটিতে বিভিন্ন ধরনের আমদানি স্বর্ণও অন্তর্ভুক্ত রয়েছে। এর ওপর এখনও মার্কিন শুল্ক ৩৯ ভাগ বহাল আছে। আদেশটি প্রাকৃতিক গ্রাফাইট, নিওডিয়ামিয়াম চুম্বক, আলোক নির্গমনকারী ডায়োডের (এলইডি) ওপর শুল্ক বাতিল করার অনুমতি দেয়। এ ছাড়া নির্দিষ্ট প্লাস্টিক ও সৌর প্যানেলের মূল উপাদান পলিসিলিকনের ওপর আগের শুল্ক ছাড় বাতিল করে।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা বৈশ্বিক শুল্কের বেশির ভাগ অবৈধ বলে গত ৩০ আগস্ট রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত। এই রায় ট্রাম্পের বৈদেশিক নীতিকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই রায় বিশ্বের বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের আরোপিত শুল্কের ওপর প্রভাব ফেলবে। সেই সঙ্গে চীন, মেক্সিকো এবং কানাডার ওপর আরোপিত অন্যান্য শুল্কেও প্রভাব ফেলতে পারে। খবর রয়টার্সের।