শনিবার   ০৬ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২২ ১৪৩২   ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েন অবৈধ : ফেডারেল কোর্ট

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৩৪ এএম, ৬ সেপ্টেম্বর ২০২৫ শনিবার


 
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অভিবাসন বিরোধী বিক্ষোভ দমনে ন্যাশনাল গার্ড মোতায়েনের মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইচ্ছাকৃতভাবে ফেডারেল আইন ভঙ্গ করেছে বলে কঠোর মন্তব্য করেছেন সান ফ্রান্সিসকো ইউ এস ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক চার্লস ব্রেয়ার। গত ২ সেপ্টেম্বর মঙ্গলবার ঘোষিত রায়ে তিনি জানান, ট্রাম্প প্রশাসন সেনাদের আইনশৃঙ্খলা রক্ষায় ব্যবহার করে রাষ্ট্রপতি নিয়ন্ত্রিত জাতীয় পুলিশ বাহিনী তৈরির ঝুঁকি সৃষ্টি করেছে। গত জুনের শুরুর দিকে অভিবাসনবিরোধী অভিযান ঘিরে লস অ্যাঞ্জেলেসে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে। উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে শহরের প্রধান ফ্রিওয়ে বন্ধ হয়ে যায়, আত্মচালিত গাড়িতে আগুন ধরানো হয়, এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে টিয়ারগ্যাস, রাবার বুলেট ও ফ্ল্যাশব্যাং ব্যবহৃত হয়। এই পরিস্থিতির মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প ক্যালিফোর্নিয়া ন্যাশনাল গার্ডকে ফেডারেল কর্তৃত্বে নিয়ে আসেন এবং প্রায় চার হাজার ন্যাশনাল গার্ড সদস্য ও সাতশ মেরিন লস অ্যাঞ্জেলেসে পাঠান। জুলাই শেষে অধিকাংশ সেনা প্রত্যাহার করা হলেও প্রায় তিনশ সদস্য থেকে যায়।

বিচারক ব্রেয়ার রায়ে বলেন, সেনাদের ব্যবহার ছিল আইনবিরোধী এবং এটি প্রশাসনের ইচ্ছাকৃত অবাধ্যতার উদাহরণ। সেনাদের প্রশিক্ষণ সামগ্রীতে স্পষ্টভাবে বলা ছিল যে তারা ভিড় নিয়ন্ত্রণ, ট্রাফিক নিয়ন্ত্রণ, নিরাপত্তা টহল, জিজ্ঞাসাবাদ বা প্রমাণ সংগ্রহে অংশ নিতে পারবেন না। কিন্তু বাস্তবে সেনাদের এসব কর্মকাণ্ডে ব্যবহার করা হয়েছে। তাদের সশস্ত্র অবস্থায় বর্ম পরে শহরের বিভিন্ন এলাকায় ব্যারিকেড বসানো, ভিড় নিয়ন্ত্রণ এবং এমনকি অভিবাসন অভিযানে অংশ নিতে দেখা গেছে। আদালতের ভাষায়, প্রমাণিত হয়েছে যে আসামিপক্ষ জানত সেনাদের আইন প্রয়োগে পাঠানো হচ্ছে, যা তাদের ক্ষমতার বাইরে। বিচারক নির্দেশ দেন, ১২ সেপ্টেম্বর থেকে কার‌্যকর হওয়া আদেশ অনুযায়ী ট্রাম্প প্রশাসন আর কোনো সেনাকে আইন প্রয়োগের উদ্দেশ্যে ব্যবহার করতে পারবে না।

ট্রাম্প প্রশাসনের আইনজীবীরা আদালতে যুক্তি দেন যে পসে কমিটাটাস আইন প্রযোজ্য নয়, কারণ সেনারা আইন প্রয়োগে নয়, বরং ফেডারেল কর্মকর্তাদের সুরক্ষায় নিয়োজিত ছিলেন। কিন্তু আদালত বলেছে, সেনারা বাস্তবে অভিযানে অংশ নিয়েছেন, আটক, জিজ্ঞাসাবাদ, ট্রাফিক নিয়ন্ত্রণ ও প্রমাণ সংগ্রহে জড়িত ছিলেন। ফলে এটি সরাসরি আইন ভঙ্গ। ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নর গ্যাভিন নিউজম রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, কোনো প্রেসিডেন্টই রাজা নন-ট্রাম্পও নন। একজন প্রেসিডেন্ট কোনোভাবেই একটি স্টেটের নিজস্ব জনগণ রক্ষার ক্ষমতাকে পদদলিত করতে পারেন না। আদালত গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে।