বাইডেন মাথায় আঘাত পেয়েছেন
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৪৬ এএম, ৬ সেপ্টেম্বর ২০২৫ শনিবার

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন শ্রম দিবসের ছুটিতে ডেলাওয়ারে সাধারণ মানুষকে শুভেচ্ছা জানাতে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন। তাতে তাঁর ঘনিষ্ঠজনরা উদ্বেগ প্রকাশ করেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা মর্মান্তিক এক ফুটেজে দেখা গেছে, ৮২ বছর বয়সী তিনি বেশ দুর্বল। তিনি রেহোবোথ সৈকতের একটি গির্জা থেকে বের হওয়ার সময় তার মাথার সামনের অংশে লাল ক্ষত, আংশিকভাবে তার সাদা চুলে ঢেকে ছিলো।
‘আমি একটু অবাক হয়েছিলাম কারণ এটি একটি লক্ষণীয় দাগ’ এ কথা বলেন, ফ্রেড কারগার। যিনি ভিডিওটি চিত্রায়িত করেছিলেন। গতকাল বৃহস্পতিবার প্রথম খবরটি প্রকাশ হয়েছে। ভিডিওটি শ্যুট করা ব্যক্তি ফ্রেড কারগার বলেন, ‘আমি একটু অবাক হয়েছিলাম কারণ এটি একটি লক্ষণীয় দাগ।