৪২ বাংলাদেশিকে ডিপোর্ট করলো যুক্তরাষ্ট্র
হাসান মাহমুদ
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৩৫ এএম, ৬ সেপ্টেম্বর ২০২৫ শনিবার

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের গ্রেপ্তারের পর তাদের মধ্য থেকে ৪২ জনকে একটি চার্টার্ড ফ্লাইটে ডিপোর্ট করা হয়েছে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা গত ৩ সেপ্টেম্বর, বুধবার সকালে এই প্রতিবেদককে জানান, অবৈধ বাংলাদেশিদের বহনকারী বিমানটি এখন ঢাকার পথে রয়েছে। আজ শুক্রবার এটি হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা। এই ফ্লাইটে ৪০ জন পুরুষ এবং ২ জন নারীসহ মোট ৪২ জন বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্রে এসে অবৈধ হয়ে যাওয়া বাংলাদেশিরা রয়েছেন। তাদের বয়স ২৫ থেকে ৪০ বছর বয়সের মধ্যে। ডিপোর্ট হওয়া অধিকাংশই যুবক বয়সের ছেলেরা রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রটি নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশনের বিভিন্ন বিধিবিধান লঙ্ঘনের অভিযোগে তাদেরকে সাম্প্রতিক অভিযানের সময় গ্রেপ্তার করা হয়েছিল। নিউইয়র্ক, নিউজার্সি, কানেক্টিকাট এবং টেক্সাস থেকে গ্রেপ্তারের পর তাদেরকে নিরাপত্তা শেল্টারে রাখা হয়েছিল বলে জানা যায়। গত ২ আগস্ট, ২০২৫ একটি সামরিক বিমানে করে ৩৯জন বাংলাদেশিকে ডিপোর্ট করা হয়েছিল। তাদের মধ্যে একজন নারীও ছিলেন। একসঙ্গে সামরিক বিমানে প্রথমবার এটিই ছিল যুক্তরাষ্ট্র থেকে অবৈধ বাংলাদেশিদের ডিপোর্ট করার বড় ঘটনা।
চার্টার্ড ফ্লাইটে ৪২ জন বাংলাদেশিকে এবার ডিপোর্ট করার ব্যাপারে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব এক প্রশ্নের উত্তরে এই প্রতিবেদককে ফোনে জানান, ‘যুক্তরাষ্ট্র থেকে একটি ফ্লাইট অলরেডি ঢাকার পথে রয়েছে। নির্ধারিত সময়ে পৌঁছাতে না পারলে কয়েক ঘন্টা ডিলে হতে পারে। এই ফ্লাইটে ৪২ জন অবৈধ বাংলাদেশি রয়েছেন। এর বেশি আর কিছু আমি বলতে পারছি না।’
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জারি করা এক বার্তায় জানানো হয়েছে, ‘নিম্নলিখিত বিবরণ অনুযায়ী কূটনৈতিক ফ্লাইট পরিচালনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুমতি দেওয়া হয়েছে। বিমানটি এটিএস অনুমোদিত পথ অনুসরণ করবে।’ সূত্র জানায়, দুই ইঞ্জিন বিশিষ্ট এই ফ্লাইটটি একটি বোয়িং। শুক্রবার রাত ৯টায় এটি ঢাকায় অবতরণ করার কথা। এর আগে যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয় নাগরিকদের সামরিক বিমানে করে হাতকড়া পড়িয়ে গুজরাটে পাঠানো হয়েছিল। নির্বাসিত বাংলাদেশি নাগরিকদের হাতকড়া পরিয়ে ফিরিয়ে নিয়ে যাওয়ার অনুমতি না দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের কাছে একটি আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছিল। ঢাকায় মার্কিন দূতাবাস আমেরিকায় অবৈধ অভিবাসী হিসেবে বসবাসরত বাংলাদেশিদের বহিষ্কারের পদক্ষেপের বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অবহিত করে। বিষয়টি যাতে ওয়াশিংটন ডিসি এবং ঢাকার মধ্যে বিতর্কে পরিণত না হয়, তা নিশ্চিত করতে ২০২৫ সালের মার্চ মাসে নিরাপত্তা সংস্থাগুলি ছাড়াও বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্র থেকে যে সকল অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানো হয়েছে তাদের পরিচয় যাচাই বাছাই শেষে ইমিগ্রেশন করার বিধান। ইমিগ্রেশনের কাজ সম্পন্ন হলে তাদেরকে স্বজনদের জিম্মায় দেয়া হয়। এ ধরনের ডিপোর্টি যাত্রীদের ফেরত আসার পর থানায় সাধারণ ডায়েরি করা হয়। বিমানবন্দরে তাদেরকে গ্রহণ করার ব্যাপারে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানা যায়।
৪২ বাংলাদেশিকে ডিপোর্ট করলো যুক্তরাষ্ট্র
লিড
হাসান মাহমুদ
যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের গ্রেপ্তারের পর তাদের মধ্য থেকে ৪২ জনকে একটি চার্টার্ড ফ্লাইটে ডিপোর্ট করা হয়েছে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা গত ৩ সেপ্টেম্বর, বুধবার সকালে এই প্রতিবেদককে জানান, অবৈধ বাংলাদেশিদের বহনকারী বিমানটি এখন ঢাকার পথে রয়েছে। আজ শুক্রবার এটি হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা। এই ফ্লাইটে ৪০ জন পুরুষ এবং ২ জন নারীসহ মোট ৪২ জন বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্রে এসে অবৈধ হয়ে যাওয়া বাংলাদেশিরা রয়েছেন। তাদের বয়স ২৫ থেকে ৪০ বছর বয়সের মধ্যে। ডিপোর্ট হওয়া অধিকাংশই যুবক বয়সের ছেলেরা রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রটি নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশনের বিভিন্ন বিধিবিধান লঙ্ঘনের অভিযোগে তাদেরকে সাম্প্রতিক অভিযানের সময় গ্রেপ্তার করা হয়েছিল। নিউইয়র্ক, নিউজার্সি, কানেক্টিকাট এবং টেক্সাস থেকে গ্রেপ্তারের পর তাদেরকে নিরাপত্তা শেল্টারে রাখা হয়েছিল বলে জানা যায়। গত ২ আগস্ট, ২০২৫ একটি সামরিক বিমানে করে ৩৯জন বাংলাদেশিকে ডিপোর্ট করা হয়েছিল। তাদের মধ্যে একজন নারীও ছিলেন। একসঙ্গে সামরিক বিমানে প্রথমবার এটিই ছিল যুক্তরাষ্ট্র থেকে অবৈধ বাংলাদেশিদের ডিপোর্ট করার বড় ঘটনা।
চার্টার্ড ফ্লাইটে ৪২ জন বাংলাদেশিকে এবার ডিপোর্ট করার ব্যাপারে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব এক প্রশ্নের উত্তরে এই প্রতিবেদককে ফোনে জানান, ‘যুক্তরাষ্ট্র থেকে একটি ফ্লাইট অলরেডি ঢাকার পথে রয়েছে। নির্ধারিত সময়ে পৌঁছাতে না পারলে কয়েক ঘন্টা ডিলে হতে পারে। এই ফ্লাইটে ৪২ জন অবৈধ বাংলাদেশি রয়েছেন। এর বেশি আর কিছু আমি বলতে পারছি না।’
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জারি করা এক বার্তায় জানানো হয়েছে, ‘নিম্নলিখিত বিবরণ অনুযায়ী কূটনৈতিক ফ্লাইট পরিচালনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুমতি দেওয়া হয়েছে। বিমানটি এটিএস অনুমোদিত পথ অনুসরণ করবে।’ সূত্র জানায়, দুই ইঞ্জিন বিশিষ্ট এই ফ্লাইটটি একটি বোয়িং। শুক্রবার রাত ৯টায় এটি ঢাকায় অবতরণ করার কথা। এর আগে যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয় নাগরিকদের সামরিক বিমানে করে হাতকড়া পড়িয়ে গুজরাটে পাঠানো হয়েছিল। নির্বাসিত বাংলাদেশি নাগরিকদের হাতকড়া পরিয়ে ফিরিয়ে নিয়ে যাওয়ার অনুমতি না দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের কাছে একটি আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছিল। ঢাকায় মার্কিন দূতাবাস আমেরিকায় অবৈধ অভিবাসী হিসেবে বসবাসরত বাংলাদেশিদের বহিষ্কারের পদক্ষেপের বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অবহিত করে। বিষয়টি যাতে ওয়াশিংটন ডিসি এবং ঢাকার মধ্যে বিতর্কে পরিণত না হয়, তা নিশ্চিত করতে ২০২৫ সালের মার্চ মাসে নিরাপত্তা সংস্থাগুলি ছাড়াও বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্র থেকে যে সকল অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানো হয়েছে তাদের পরিচয় যাচাই বাছাই শেষে ইমিগ্রেশন করার বিধান। ইমিগ্রেশনের কাজ সম্পন্ন হলে তাদেরকে স্বজনদের জিম্মায় দেয়া হয়। এ ধরনের ডিপোর্টি যাত্রীদের ফেরত আসার পর থানায় সাধারণ ডায়েরি করা হয়। বিমানবন্দরে তাদেরকে গ্রহণ করার ব্যাপারে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানা যায়।