ইডিপির বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক উৎসব কাল
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:২৯ এএম, ৩০ আগস্ট ২০২৫ শনিবার
নিউইয়র্কে প্রবাসী কমিউনিটির জন্য দিনভর আনন্দ, খেলাধুলা ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে ‘অ্যামপাওয়ারিং ডেভলপমেন্ট প্রজেক্ট, ইনক (ইডিপি)’। এবারের স্লোগান হচ্ছে ‘চলো বনভোজনে, আনন্দে মেতে উঠি সবাই মিলে’।
আগামীকাল শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ব্রুকলিনের ১৯২, ওয়েষ্ট প্রসপেক্ট পার্ক-এ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই উৎসবমুখর বনভোজন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান চলবে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অংশগ্রহণের জন্য চাঁদা মাত্র ২০ ডলার। আর প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য থাকছে চমকপ্রদ উপহার। দিনব্যাপী থাকবে নানা আয়োজন, মজার মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা, খেলাধুলায় আকর্ষণীয় পুরস্কার, সুস্বাদু খাবার-দাবার, মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা এবং কমিউনিটির মিলনমেলা।
এ প্রসঙ্গে ‘অ্যামপাওয়ারিং ডেভলপমেন্ট প্রজেক্ট, ইনক (ইডিপি)’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আম্বিয়া বেগম বলেন, আমরা চাই সবাই পরিবার-পরিজন নিয়ে সকলে আসুন। আনন্দ ভাগাভাগি করুন এবং স্মরণীয় একটি দিন উপভোগ করুন। এই বনভোজন হবে কমিউনিটির মিলনমেলা।’ বনভোজন নিয়ে ৩৪৭-৬২১-৭৩৯৩ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।