শনিবার   ৩০ আগস্ট ২০২৫   ভাদ্র ১৪ ১৪৩২   ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

যশোর সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:২৭ এএম, ৩০ আগস্ট ২০২৫ শনিবার


 
নিউইয়র্কের জামাইকার একটি রেস্টেুরেন্টের হল রুমে অনুষ্ঠিত হয়ে গেল যশোর সোসাইটি অব আমেরিকা ইনক এর নির্বাহী পরিষদের নির্বাচন ২০২৫। গত ২৩ আগষ্ট ২০২৫ শনিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময় থেকেই ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয় এবং ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বেলা যত বাড়তে থাকে ততই ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পায়। উপস্থিতিদের মধ্যে ভোটার ছাড়াও অনেকে এসেছিলেন ভোট দেখতে এবং ভোটদানে উৎসাহিত করতে।
 
যশোর সোসাইটির ঐতিহ্য হিসেবে নুতন কমিটি গঠনের জন্য সর্বদা সাংবিধানিক সকল প্রক্রীয়া অনুস্মরণ করা হয় এবং সাংবিধানিক নিয়ম অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় এবারের নির্বাচন ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও উৎসবমুখর। এবারের নির্বাচনে কোন পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকলেও সাংবিধানিক নিয়মানুযায়ী সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, প্রথম সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক এই পাঁচটি পদে সদস্যদের সম্মতি আছে কিনা সেজন্য হ্যাঁ অথবা না ভোটের প্রচলন রয়েছে। সেই মোতাবেক সাধারণ সদস্যদের মতামত প্রকাশের অধিকার হিসেবে ব্যালট পেপারে  হ্যাঁ অথবা না ভোট প্রয়োগের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। দুইমাসের অধিক সময়ে প্রস্তুতি সম্পন্ন এই নির্বাচনে সকল গনমাধ্যমে নির্বাচনী প্রচারণা চালানো হয় এবং অত্যন্ত বিজ্ঞ নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচন অনুষ্ঠিত হয়। পাঁচ জন নির্বাচন কমিশনারের নেতৃত্বে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যশোর জেলার প্রতিনিধিত্ব করার লক্ষ্যে একটি নতুন কমিটি গঠিত হয়। নির্বাচন কমিশনারদের মধ্যে ছিলেন প্রধান নির্বাচন কমিশন কাজী শাফকাত হাসান ও নির্বাচন কমিশন সদস্য হিসেবে বিশিষ্ট মুক্তিযোদ্ধা সৈয়দ হাসমত আলী, কে এম ফজলুল হক, এস এম মিজানুর রহমান ও মো: সামাদ শিকদার। মোট ভোটারদের মধ্যে শতকরা ৯৫ শতাংশ “হ্যাঁ” এবং ৫ শতাংশ না ভোট প্রদান করেন। সুতরাং বেশিরভাগ হ্যাঁ ভোটে বিজয়ী প্রার্থীদের মধ্যে সভাপতি মো: আব্দুল মজিদ, সিনিয়র সহ-সভাপতি এস কে মিজানুর রহমান, সহ-সভাপতি মো: মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম এবং কোষাধ্যক্ষ মো: ইসানুর রহমান বিজয়ী হন। প্যানেলের বাকি সকল পদের প্রার্থীগন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। খুব শিগগিরই বাকি সকল পদে বিজয়ীদের নাম প্রকাশ করা হবে। নির্বাচন শেষে সংগঠনের সভাপতি মনিরুল ইসলাম মনির নির্বাচন কমিশনকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার জন্য এবং সকল ভোটারদেরকে তাদের অবাধ ভোটাধিকার প্রয়োগের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বিজয়ী কমিটিকে অভিনন্দন জানান। নির্বাচন কার্যালয়ে কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।