নিউইয়র্কে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:০৯ এএম, ৩০ আগস্ট ২০২৫ শনিবার
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেছে স্বেচ্ছাসেবক দল যুক্তরাষ্ট্র শাখা। গত ২৫ আগস্ট জ্যাকসন হাইটসের ড্রাইভারসিটি প্লাজায় আয়োজিত এ অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দল ছাড়াও যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।
সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের এ আয়োজনে সভাপতিত্ব করেন সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী। সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুর খান হারুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আবদুল লতিফ সম্রাট। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, বিএনপি নেতা এবাদ চৌধুরী, নিউ ইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সি সহসভাপতি আমিনুল ইসলাম স্বপন, বিএনপি নেতা এস এম রেজা, এজিএম জাহাঙ্গীর হোসাইন, দেওয়ান কাউসার, খলকুর রহমান, জামিলুর রহমান চৌধুরী, তারিক চৌধুরী দিপু, উত্তম বনিক, সেচ্ছাসেবক দলের নেতা হারুন মিয়া, রাশেদ রহমান, ওয়াদুদ বিন ইসলাম, রাজীব আহম্মেদ, সাকিল ইসলাম অর্ক, আহম্মেদ আলী রেজা, কয়সর হোসেন প্রমুখ!
দোয়া পরিচালনা করেন আবদুল লতিফ সম্রাট। তিনি বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিহতদের মাগফেরাত কামনা করেন। পাশাপাশি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুসাস্থ্য ও দির্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে জাতীয়তাবাদী দলের বিভিন্ন শাখার সদস্য সহ নানা দল ও শ্রেণী পেশার মানুষ আহত নিহত হন। অভ্যুত্থান পরবতী বাংলাদেশে অভ্যুত্থানের সব পক্ষকে এক হয়ে চলতে হবে। না হলে পরাজিত শক্তি সুযোগ নেবে।
পরে কেক কেটে স্বেচ্ছাসেবক দলের প্রতীষ্ঠা বার্ষিকী উৎযাপন করেন উপস্থিত নেতাকর্মীরা।