‘কথিত সাংবাদিক’ ছাবেদ সাথী গ্রেপ্তার
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:০৮ এএম, ৩০ আগস্ট ২০২৫ শনিবার
বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজকে হামলার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন বিতর্কিত সাংবাদিক ছাবেথ সাথী। নিউইয়র্কের হোটেল লা-গোর্ডিয়া মেরিয়ট হোটেল থেকে ২৪ আগষ্ট তিনি গ্রেফতার হন। বাংলাদেশ সোসাইটির সাবেক নেতৃবৃদ্ধের আয়োজিত এক অনুষ্ঠানের শেষ পর্যায়ে হোটেলের বাইরে অনিক রাজকে সাবেথ সাথি হামলা করলে স্থানীয় পুলিশ তাকে আটক করে।
অনুষ্ঠানের পর বাকবিতণ্ডার এ পর্যায়ে বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজকে সাবেদ সাথী শাররিক আঘাত করলে সেখানে উত্তেজনা তৈরি হয়। পরে উপস্থিত লোকজন পুলিশে কল করলে পুলিশ এসে তাঁকে গ্রেফতার করে নিয়ে যায়। এম্বুলেন্স এসে অনিক রাজকে হাসপাতালে নিয়ে যায়। ১ দিন হাসপাতালে থাকার পর সে বাসায় ফেরেন।
অভিযোগ রয়েছে,কানেকটিকাটের বাসিন্দা সাংবাদিক পরিচয় দেয়া ছাবেদ সাথী মূলত টাকার বিনিময়ে নিজের অনলাইন পোর্টালে নিউজ প্রকাশ করে মানুষকে ব্ল্যাকমেইল করেন। প্রায়শই কমিউনিটির বিভিন্ন ব্যবসায়ীও সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে তার অসত্য, অলীক, মিথ্যার ফুলঝুরিসহ আজগুবি নিউজ প্রকাশ পায়। সম্প্রতি তিনি গোল্ডেন এজ হোম কেয়ারের সিইও শাহনেওয়াজের বিরুদ্ধেও অপপ্রচার করে তার মানহানি করেন। কেন এমন করছেন তা জানতে চান অনিক রাজসহ সেখানে উপস্থিত কয়েকজন। তখন এই ছাবেদ সাথী সন্ত্রাসীর মত অনিকের উপর ঝাঁপিয়ে পড়েন। সন্ত্রাসী কায়দায় হামলা করার কারণে লোকাল পুলিশ ছাবেদকে গ্রেফতার করে নিয়ে যায়। এক দিন পর তিনি জামিনে মুক্তি পান।
বিশিষ্ঠ ব্যবসায়ী শাহ নেওয়াজ বলেছেন, ছাবেদ সাথী তার কাছ থেকে দেড় লাখ ডলার ঋণ নিয়ে তা শোধ করছে না। উল্টো মিথ্যা সংবাদ প্রকাশ করে আমি ও আমার পরিবারের চরিত্র হরণ করছে। ঋণ নেয়া অর্থ ফেরত না দেওয়ার উদ্দেশ্যেই আমার বিরুদ্ধে সংবাদ পরিবেশ করছে। তার বিরুদ্ধে দেড় লাখ ডলার প্রতারণার মামলা করেছি, যা বিচারাধীন আছে।
এদিকে সাবেথ সাথীর গ্রেফতারে কানেকটিকাটে বাংলাদেশি কমিউনিটির সদস্যরা মিষ্টি বিতরন করেছেন। সেখানে স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ বিভিন্ন সভা সমাবেশে তাকে নিষিদ্ধ ঘোষণা করেছে।