রোববার   ২৪ আগস্ট ২০২৫   ভাদ্র ৯ ১৪৩২   ২৯ সফর ১৪৪৭

নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান

লায়ন্স ক্লাবের জমকালো অভিষেক

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৭:৩৩ এএম, ২৩ আগস্ট ২০২৫ শনিবার


 
জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের নতুন কমিটির অভিষেক-২০২৫ ও ১২ তম সনদ বার্ষিকী। গত ১৯ আগস্ট লং আইল্যান্ডের দি রয়্যাল পাম পার্টি হলের এ অভিষেক অনুষ্ঠানে দায়িত্ব নিয়েছেন সভাপতি জেএফএম রাসেল এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান মজুমদারের নেতৃত্বে ক্লাবের নবনির্বাচিত এক্সিকিউটিভ কমিটি।
উদ্বোদনী পর্ব শেষে নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথ বাক্য পাঠ করেন। এরপর বিদায়ী কমিটি নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে। এ সময় হল ভর্তি দেশি-বিদেশি অতিথি, লায়ন্স ক্লাব মেম্বার ও তাদের পরিবারের সদস্যরা তুমুল করতালির মধ্যে নতুন কমিটিকে স্বাগত ও শুভেচ্ছা জানান। 
অনুষ্ঠানটির আয়োজক কমিটির চেয়ারম্যান ছিলেন গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও লায়ন ডিস্ট্রিক্ট ২০ এর সেকেন্ড ভাইস গভর্নর লায়ন শাহনেওয়াজ, কনভেনর হিসেবে ছিলেন লায়ন নুরুল আজিম, মেম্বর সেক্রেটারি এএসএম উদ্দিন পিন্টু, চিফ কোর্ডিনেটর লায়ন আহসান হাবিব, কোর্ডিনেটর লায়ন মাসুদ রানা তপন।
দুই ভাবে বিভক্ত এ অনুষ্ঠানের প্রথম অংশের সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি রকি আলিয়ান, দ্বিতীয় অংশের সভাপতিত্ব করেন নতুন সভাপতি জেএফএম রাসেল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের নির্বাচনের কমিশনার লায়ন রানো নেওয়ান, আবদুর রহিম হাওলাদার ও রেজা রশিদ। আরো উপস্থিত ছিলেন, লায়ন মোহাম্মদ সাঈদ, তমাল হোসেন, অমিত বড়ুয়া, আনিসুল ইসলাম টনি, মো. মিজানুর রহমান, গোলাম এম হায়দার মুকুট, প্রমুখ।
উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সহসভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, আহসান হাবীবসহ বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক ও নানান পেশার মানুষ। অন্যান্য আয়োজনের সঙ্গে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আগত অতিথিরা নতুন কমিটির সাফল্য কামনা করেন এবং ক্লাবের কার্যক্রমে সহযোগিতার অঙ্গীকার করেন।
নিউইয়র্ক স্টেট এসেম্বলি ওম্যান জেনিফার রাজ কুমার ক্লাব নেতৃবৃন্দের হাতে প্রোকলেমেশন ও সাইটেশন তুলে দেন। নতুন সদস্যদের হাতে সনদ তুলে দেন সাবেক লায়ন্স ডিস্ট্রিক্ট গভর্ণর টেরি পালাদিনি।
শুভেচ্ছা বক্তব্যে অভিষেক কমিটির চেয়ারম্যান শাহ নেওয়াজ বলেন, সবার সম্মিলতি প্রচেষ্টায় ক্লাব সামনের দিকে এগিয়ে নেবে। এ ক্লাব থেকেই ভবিষ্যতে জাতীয় পর্যায়ে নতুন নতুন নেতৃত্ব তৈরি হবে। একই সঙ্গে কমিউনিটির সেবাই সবাইকে এগিয়ে আসতে হবে।
নতুন সভাপতি জেএফএম রাসেল অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান পাশাপাশি। নতুন দায়িত্ব পালনে সবর সমর্থন প্রত্যাশা করেন।
এর আগে গত মে মাসে বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব, নিউ ইয়র্ক (ডিস্ট্রিক্ট ২০-আর ২)-এর নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নতুন কমিটিতে রয়েছেন- সভাপতি জে এফ এম রাসেল, সাধারণ সম্পাদক মশিউর রহমান মজুমদার, জ্যেষ্ঠ সহ-সভাপতি এ কে এম আব্দুর রশিদ, সহ-সভাপতি এমডি রুহুল আমিন ও কামরুল মজুমদার, পরিচালক (ডিরেক্টর) এএসএম উদ্দিন পিন্টু এটিএম হেলালুর রহমান, এমডি মফিজুর রহমান, ডেইজি ইসলাম, কামরুল হাসান, এমডি এ জামান, এমডি মনিরুল ইসলাম, মো. হোসেন জাকির, মো. এম এ কাশেম, মো. এহসানুল হক বাবুল এবং মো. আকাশ রহমান, কোষাধ্যক্ষ মাসুদ রানা তপন, যুগ্ম সাধারণ সম্পাদক (প্রশাসন) গোলাম হায়দার মুকুট, যুগ্ম সাধারণ সম্পাদক (প্রকল্প) আবু বক্কর সিদ্দিক, টেল টুইস্টার জাহাঙ্গীর জয়, সদস্য সচিব আনিসুর রহমান টনি, ক্লাব কার্যক্রম সমন্বয়কারী মিজানুর রহমান এবং লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের প্রতিনিধি অনিক রাজ।