রোববার   ২৪ আগস্ট ২০২৫   ভাদ্র ৯ ১৪৩২   ২৯ সফর ১৪৪৭

হিরো দিদারের স্ত্রীর কোলজুড়ে এলো আরহাম

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৬:৩৫ এএম, ২৩ আগস্ট ২০২৫ শনিবার


 
 
বাংলাদেশি হিরো পুলিশ অফিসার দিদারুল ইসলাম প্রয়াণের ২২ দিনের মাথায় পুত্র সন্তান লাভ করলেন। তিনি গত ২৮ জুলাই সন্ত্রাসীর গুলিতে ম্যানহাটনে নিহত হন। তার স্ত্রী জামিলা ইসলাম ৮ মাসের অন্ত:সত্ত্বা ছিলেন। গত রোববার তার কোলজুড়ে পুত্র সন্তান আসে। দিদার পরিবারের আনন্দে শরীক হতে পারলেন না। দিদার ৩ পুত্র সন্তানের জনক হলেন। নবাগত এই শিশুর নাম রাখা হয়েছে আরহাম।  

নিউইয়র্ক পুলিশ বিভাগের প্রধান জেসিকা টিশ ১৮ আগস্ট সোমবার তার এক্স পোস্টে এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ‘‘দুর্ঘটনার মধ্য দিয়ে এই পৃথিবীতে একটি নতুন জীবনের প্রবেশ ঘটেছে। রোববার রাতে ডিডেক্টিভ দিদারুল ইসলামের স্ত্রী জামিলা ইসলাম তাদের সুন্দর পুত্র আরহামের জন্ম দিয়েছেন। আরহাম তার দুই বড় ভাই, অহিয়ান এবং আজহানের সাথে যোগ দিয়েছেন।’’

এদিকে নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস সংবাদমাধ্যমকে জানান, রোববার ইসলামের স্ত্রী  যখন প্রসববেদনায় ভুগছিলেন, তখন তিনি পরিবারের সদস্যদের সাথে কথা বলার জন্য হাসপাতালে এসেছিলেন।
মেয়র অ্যাডামস জানান, ‘‘এনওয়াইপিডির প্রয়াত ডিটেকটিভ দিদারুলের পরিবারের পাশে সবসময় থাকবে সিটি কর্তৃপক্ষ। তারা আমাদের পরিবার এবং এই মহান শহর নিউইয়র্কের পরিবার।’’
নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তা নিহত দিদারুল ইসলামের গ্রামের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৌর শহরের মাগুরায়। দিদারুল এনওয়াইপিডির ৪৭তম প্রেসিংকটে কাজ করতেন। তিনি এ বাহিনীতে সাড়ে তিন বছর কাজ করেছেন। গত ২৮ জুলাই নিউইয়র্ক সিটির ৩৪৫ পার্ক অ্যাভিনিউয়ের একটি বহুতলভবনে বন্দুকধারীর হামলায় চারজনের সঙ্গে দিদারুল ইসলাম নিহত হন। 
পরবর্তীতে ৩১ জুলাই তাকে মরণোত্তর পদোন্নতি দিয়ে ডিটেকটিভ করা হয় এবং রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের মাধ্যমে নিউজার্সিতে দাফন করা হয়। নিহত দিদারুল স্ত্রী ও সন্তানদের নিয়ে নিউইয়র্কের ব্রঙ্কসে বসবাস করতেন।