শনিবার   ১৬ আগস্ট ২০২৫   ভাদ্র ১ ১৪৩২   ২১ সফর ১৪৪৭

লেফটেন্যান্ট কমান্ডার হলেন সৈয়দ সুমন

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৪৮ এএম, ১৬ আগস্ট ২০২৫ শনিবার


নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) ডিটেকটিভ স্কোয়াডের লেফটেন্যান্ট কমান্ডার হিসেবে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি-আমেরিকান সৈয়দ সুমন মাহবুব। বৃহত্তর সিলেটের হবিগঞ্জ জেলার কৃতি সন্তান সৈয়দ সুমন মাহবুব নিউইয়র্কের বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) প্রতিষ্ঠাতা সভাপতি।

সৈয়দ সুমন মাহবুব ১৯৯৯ সালে এনওয়াইপিডিতে অফিসার পদে যোগ দেন। পরে সার্জেন্ট এবং লেফটেন্যান্ট পদে পদোন্নতি পান। এবং সম্প্রতি লেফটেন্যান্ট কমান্ডার হয়েছেন। তাছাড়া তিনি ক্যাপ্টেন পদের পরীক্ষায় উন্নীত হয়েছেন। যে কোনো সময় ক্যাপ্টেন হিসাবে পদোন্নতি পাবেন।
জানা গেছে বর্তমানে নিউইয়র্ক পুলিশে বাংলাদেশি বংশোদ্ভুত অফিসারদের সংখ্যা এক হাজারেরও বেশী। তাদের মধ্যে একজন ইন্সপেক্টর, চারজন ক্যাপ্টেন, ১৫ জন লেফটেন্যান্ট, ৮২ জন সার্জেন্ট, কমপক্ষে ১০ জন ডিটেকটিভ পদে কর্মরত। এছাড়া ট্রাফিক বিভাগে কর্মরত আছেন আরো দুই সহস্রাধিক। এই বিভাগে ম্যানেজারসহ বহু সুপারভাইজার পদে বাংলাদেশিরা রয়েছেন।