বনভোজনে বাবা-মা’র সামনেই মর্মান্তিক মৃত্যু
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১২:৩৫ এএম, ১৬ আগস্ট ২০২৫ শনিবার

নিউইয়র্ক সিটির সন্নিকটে লং আইল্যান্ডে সাফোক কাউন্টির নর্থ বেবিলন সিটির বেলমন্ট লেক স্টেট পার্কের পার্কিং লটে গাড়ি চাপায় প্রাণ হারেিলা দুই বছর দুই মাসের প্রার্থনা হিমি রায়। বাংলাদেশের ফরিদপুর অঞ্চলের সন্তান ঋষিকেশ রায় ও কল্পনা রায় দম্পতির সন্তান হিমি । সহায়তার জন্য চিৎকারের মধ্যেই হিমি মারা গেলো। একবাওে চোখের সামনে। নিউইয়র্ক স্টেট পুলিশ জানিয়েছে, ১০ আগস্ট বিকেল পৌনে ৩টার দিকে একটি প্রাইভেট কারের চাকায় পিস্ট হয় হিমি। আহত হিমি রায়কে নিকটস্থ ওয়েস্ট আইস্লিপে গুড সমরিতান হাসপাতালে জরুরী বিভাগে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ আরো জানায়, দুর্ঘটনার পরই ড্রাইভার পুলিশকে ফোন করেন এবং হিমি রায়ের মা-বাবাকে সহযোগিতা করেন দ্রুত হাসপাতালে যাবার জন্যে। পুলিশের মতে এটা একটি দুর্ঘটনা।
সপরিবারে ‘ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি’র ব্যানারে ঐ পার্কে বনভোজনের জন্যে গিয়েছিলেন নিহত হিমির পরিবার। দুর্ঘটনা কবলিত গাড়িতেই এসেছিলেন ঐ বনভোজনের অংশগ্রহণকারিরা। সকলকে নামিয়ে গাড়িটি পার্ক করার জন্যে পেছনে নেয়ার সময় হিমি রায় চাকায় পৃষ্ট হয়। সে সময় ঋষিকেশ ও তার স্ত্রী পার্ক করা গাড়ি থেকে নেমে বনভোজন কেন্দ্রের দিকে যাচ্ছিলেন। কিন্তু তারা জানতেন না যে, হিমি দৌড়ে ঐ পথে আসছিল। ড্রাইভার ঘটনার আকস্মিকতায় হতভম্ব হলেও দ্রুত ব্রেক করেন। আর্তচিৎকার করতে করতে দৌড়ে গিয়ে গাড়ির নীচে থেকে ঋষিকেশ তার কন্যাকে উদ্ধারের চেষ্টা করেন। অ্যাস্বুলেন্স-সহ পুলিশ এলে হিমিকে নেয়া হয় হাসপাতালে। কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। প্রবাসী বাংলাদেশিদের বনভোজন পরিণত হয় শোক সমাবেশে।