নিউইয়র্ক পাবনাবাসির বনভোজন কাল
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১২:২৪ এএম, ১৬ আগস্ট ২০২৫ শনিবার
নিউইয়র্কে বসবাসরত প্রবাসী পাবনাবাসীর বনভোজন ‘প্রবাসি পাবনা অব ইউএসএ’-এর উদ্যোগে আগামীকাল শনিবার ১৬ আগষ্ট, ২০২৫ আয়োজন করা হয়েছে। বেলমোন্ট লেক স্টেট পার্কে আয়োজকরা সকলকে আমন্ত্রণ জানিয়েছেন। বনভোজন কমিটির আহবায়ক মো: সিরাজুল ইসলাম নবীর নেতৃত্বে আলমগীর হোসেন ব্যাপারীর প্রচারণায় কমিউনিটির মানুষ এতে অংশগ্রহণ করবেন বলে উদ্যোক্তারা আশাবাদ ব্যক্ত করেন। সকলকে এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে (৬৪৬-৩১৮-৬৮০৪)।