১৫ আগস্ট উপলক্ষ্যে নিউইয়র্কে নানা আয়োজন
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১২:২৪ এএম, ১৬ আগস্ট ২০২৫ শনিবার

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী। আওয়ামী লীগের শাসনামলে দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করতো। ৫ আগষ্ট ২০২৪ সালে গণ অভ্যুত্থানের পর ইউনূসের নেতৃত্বাধান সরকার তা বাতিল করে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট দিবসটি জাতীয় জীবনে এক কালো অধ্যায় হয়ে আছে। এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরের বাড়িতে তৎকালিন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের সেনাবাহিনীর বিচ্ছিন্ন একটি গ্রুপ ভোর রাতে হামলা চালিয়ে নৃশংসভাবে হত্যা করে। গেল ফেব্রুয়ারিতে হাসিনা বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরের বাড়িটি বোলড্রোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। ১৫ আগস্ট স্মরণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ভারতে থাকা শেখ হাসিনা গত বুধবার নিউইয়র্কের এস্টোরিয়ায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। নিউইয়র্কের ডাইভারসিটি প্লাজায় আজ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জ্যাকসন হাইটস এলাকাবাসির পক্ষ থেকেও আজ শুক্রবার ৭৩ স্ট্রিটে শোকাবহ দিনটি স্মরণে দোয়া মাহাফিলের আয়োজন করা হয়েছে।