নিউইয়র্ক সিটি শিক্ষার্থীদের টেস্ট স্কোরে সাফল্য
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১২:১০ এএম, ১৬ আগস্ট ২০২৫ শনিবার

মেয়র এরিক অ্যাডামস এবং নিউইয়র্ক সিটি পাবলিক স্কুলগুলোর চ্যান্সেলর মেলিসা অ্যাভিলেস রামোস নিউইয়র্ক সিটির শিক্ষার্থীদের সাফল্যে মহাখুশি। টেস্ট স্কোরে এগিয়েছেন সিটির শিক্ষার্থীরা। ২০২৪-২০২৫ স্কুল শিক্ষাবর্ষে ৩ থেকে ৮ গ্রেডের পাবলিক স্কুল শিশুদের পড়ার এবং গণিতের স্কোরগুলিতে যথেষ্ট সফলতা দেখিয়েছে। নিউইয়র্ক স্টেটের তথ্য মোতাবেক রাজ্যের ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর্টস (ইএলএ) দক্ষতার জন্য নিউইয়র্ক সিটির শিক্ষার্থীদের সামগ্রিক শতাংশ ২০২৪ সাল থেকে ৭.২ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। ৪৯.১ শতাংশ থেকে ৫৬.৩ শতাংশে বেড়েছে। গণিতে, নিউইয়র্ক সিটিতে দক্ষ শিক্ষার্থীদের সামগ্রিক শতাংশ ২০২৪ সাল থেকে ৩.৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫৩.৪ শতাংশ থেকে ৫৬.৯ শতাংশ হয়েছে।
খান টিউটোরিয়েলের সিইও ইভান খান আজকালকে বলেন, সিটির ছাত্রছাত্রীদের এ সাফল্যে খুশি হয়েছি। বাংলাদেশি ছেলেমেয়েরাও অনেক ভালো করেছে। আরও ভালো করতে হবে। আগ থেকে প্রস্তুতি নিলে ভালো করা সম্ভব। খানস টিউটোরিয়াল কমিউনিটির ছেলেমেয়েদের এগিয়ে যেতে ৩ দশক ধরে কাজ করে যাচ্ছে।