বিবাহভিত্তিক গ্রীনকার্ডে কড়াকড়ি: ভূয়া স্বামী-স্ত্রী দেখালেই ডিপোর
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১২:০৩ এএম, ১৬ আগস্ট ২০২৫ শনিবার

যুক্তরাষ্ট্রে বিবাহভিত্তিক গ্রীনকার্ডের নিয়ম আরও কঠোর করা হয়েছে। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা (ইউএসসিআইএস) নতুন এক নির্দেশিকায় জানায়, এখন থেকে পরিবারভিত্তিক অভিবাসন আবেদন-বিশেষ করে দম্পতিদের গ্রীনকার্ড আবেদনে-বিশদ যাচাই-বাছাইয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।
নতুন নির্দেশনা অনুযায়ী, ভুয়া সম্পর্কের মাধ্যমে গ্রীনকার্ড পাওয়ার অপচেষ্টা রোধ করাই ইউএসসিআইএসের মূল লক্ষ্য। “শুধুমাত্র প্রকৃত দাম্পত্য সম্পর্ক রয়েছে এমন আবেদনকারীদেরই যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি দেওয়া হবে।”
২০২৫ সালের ২ আগস্ট ইউএসসিআইএস তাদের ‘ফ্যামিলি বেইজড ইমিগ্রেন্টস’ পলিসি ম্যানুয়ালে এই হালনাগাদ নিয়মাবলি প্রকাশ করে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়। এখন থেকে নতুন আবেদন ছাড়াও আগে জমা পড়া কিন্তু এখনো নিষ্পত্তি না হওয়া আবেদনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
ইউএসসিআইএস জানিয়েছে, “প্রতারক, সুযোগসন্ধানী কিংবা অন্য কোনোভাবে অযোগ্য অভিবাসন আবেদনকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পারিবারিক ঐক্য ক্ষুণ্ন হয় এবং নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন সন্দেহজনক ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিতাড়নের ব্যবস্থা করাও আমাদের দায়িত্ব।”
নতুন নীতিমালায় যে বিষয়গুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, তা হলো, বৈধ বিবাহের প্রমাণ: যেমন যৌথ ছবি, আর্থিক নথি, ব্যাংক হিসাব, বাসা ভাড়া বা বাড়ির মালিকানার কাগজ, এবং বন্ধু-আত্মীয়দের প্রত্যয়নপত্র।
বাধ্যতামূলক সাক্ষাৎকার: আবেদনকারী ও তার জীবনসঙ্গীকে শারীরিকভাবে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশ নিতে হবে যাতে সম্পর্কের সত্যতা যাচাই করা যায়।
আগের আবেদন পর্যালোচনা: একজন আবেদনকারী বা স্পন্সর পূর্বে আর কারও জন্য আবেদন করেছেন কিনা, তা খতিয়ে দেখা হবে।
অভিবাসন ইতিহাস তদন্ত: যারা এইচ-ওয়ানবি বা অন্যান্য ভিসায় যুক্তরাষ্ট্রে থেকে বিয়ের মাধ্যমে নগ্রীকার্ডের আবেদন করছেন, তাদের অতীত অভিবাসন ইতিহাস পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হবে।
বিতাড়নের নোটিশ: যদি দেখা যায় আবেদনকারী ভিসার জন্য অযোগ্য বা বিতাড়নযোগ্য, তাহলে এমনকি গ্রীনকার্ড অনুমোদিত হলেও তাকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।