শনিবার   ১৬ আগস্ট ২০২৫   ভাদ্র ১ ১৪৩২   ২১ সফর ১৪৪৭

৫০ হাজার ডলার বোনাস

আইস পুলিশে ১ লাখ আবেদন

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১২:০১ এএম, ১৬ আগস্ট ২০২৫ শনিবার


 
 
আইস পুলিশে চাকুিরর জন্য ২ সপ্তাহে ১ লাখ আমেরিকান আবেদন করেছেন। অবৈধ ইমিগ্রান্ট বিতারন, খুনি, গ্যাং সদস্য, শিশু নির্যাতনকারী এবং সন্ত্রাসীদের অপসারণে ট্রাম্পের অভিযানের অংশ হিসেবে অধিক পরিমানে নিয়োগ দেয়া হচ্ছে আইস পুলিশে। এতে যোগদানকারিদের দেয়া হবে ৫০ হাজার ডলার করে বোনাস। বয়সের সীমাবদ্ধতাও শিথিল করা হয়েছে। শক্তি সার্মথ্য প্রমান করতে পারলেই এ নিয়োগ। ট্রাম্প প্রশাসন নিউইয়র্ক সহ ডেমোক্র্যাট শাসিত বড় বড় শহরগুলোতে ইমিগ্র্যান্ট বিরোধী অভিযানের পরিকল্পনা নিয়ে এই আইস পুলিশ নিয়োগ বাড়াচ্ছে বলে অভিবাসন আইনজীবিরা মন্তব্য করছেন। 
আইস পুলিশ নিয়োগের ঘোষণার পর দুই সপ্তাহেই ১ লাখ আবেদন জমা পড়েছে।হোমল্যান্ড সিকিউরিটি দাবি করেছে, আবেদনপত্রে ডিপার্টমেন্ট সয়লাব হয়ে গেছে। 

এই নিয়োগে বেশি সংখ্যক আবেদনকারিদের আকর্ষণ করার জন্য বয়সের বিধিনিষেধ তুলে নিয়েছে। আগে আবেদনকারীদের ন্যূনতম বয়স ছিল ২১ বছর। পদের উপর নির্ভর করে ৩৭ বা ৪০ বছরের বেশি হতে পারত না। এখন তা শিথিল করা হয়েছে। 

নিয়োগ বিজ্ঞপ্তির ওয়েবসাইটটি কিংবদন্তি আঙ্কেল স্যাম চরিত্রের উপর ভিত্তি করে তৈরি, যেখানে দর্শকদের দিকে ইশারা করা বিখ্যাত ব্যক্তিত্ব এবং পৃষ্ঠার শীর্ষে বড় অক্ষরে লেখা "আমেরিকা আপনার প্রয়োজন"।

হোমল্যান্ড সিকিউরিটি তিনটি প্রাথমিক পদের জন্য নিয়োগ করছে: নির্বাসন কর্মকর্তা, অপরাধ তদন্তকারী এবং সাধারণ আইনজীবী। হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নয়েমের মতে, নতুন নিয়োগপ্রাপ্তরা এককালীন ৫০ হাজার ডলার পয়ন্ত বোনাস, ছাত্র ঋণ পরিশোধে ৬০ হাজার ডলার পর্যন্ত ছাড় , ছুটি, অবসর এবং ওভারটাইম সম্পর্কিত অন্যান্য প্রণোদনা পাওয়ার যোগ্য হবেন।

কংগ্রেস ওয়ান বিগ বিউটিফুল বিল আইন পাস করার কয়েক সপ্তাহ পরে এই আইনটি চালু করা হয়েছে। যা আইসকে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অভিবাসন আইন প্রয়োগের জন্য কংগ্রেসের নির্দেশিত মিশন সম্পাদনের জন্য আরও ১০ হাজার ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তা এবং এজেন্ট নিয়োগের অনুমতি দেবে।