শনিবার   ০৯ আগস্ট ২০২৫   শ্রাবণ ২৫ ১৪৩২   ১৪ সফর ১৪৪৭

নিউইয়র্কে আ.লীগ-বিএনপি মুখোমুখি

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:১৪ এএম, ৯ আগস্ট ২০২৫ শনিবার

নিউইয়র্কে কর্মসূচী ঘীরে

  
 
জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় ৫ আগস্ট বিক্ষোভ সমাবেশ নিয়ে মুখোমুখি হয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও যুক্তরাষ্ট্র বিএনপি।  আওয়ামী লীগ বর্তমান সরকারের বিরুদ্ধে এবং বিএনপি স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের এক বছর উপলক্ষে একই স্থানে কর্মসূচি আয়োজন করে। মাত্র ১০ ফুট দূরত্বে দুই পক্ষের সমাবেশে বেশ কয়েকবার উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরে দুই পক্ষের নেতৃস্থানীয়দের হস্তক্ষেপে কোন অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয়নি। এর আগে ৩ আগস্ট এক অনুষ্ঠান ঘিরে হাতাতাতির ঘটনাও ঘটে।
সরেজমিন দেখা গেছে, ডাইভারসিটি প্লাজায় একই স্থানে কর্মসূচীর আয়োজন করে দুই দল। স্বৈরাচার পতনের  বছরপূর্তি উপলক্ষ্যে নিউইয়র্ক স্টেট বিএনপি সভার আয়োজন করে। এ সামবেশে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি ওলিউল্লাহ আতিকুররহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, বিএনপি নেতা জসিম ভুঁইয়া ও গোলাম ফারুক শাহিন। অপর দিকে ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামীলীগ সরকারকে উৎক্ষাতের এক বছর উপলক্ষ্যে প্রতিবাদ সমাবেশ ডাকে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও আওয়ামী পরিবারের ব্যানারে। এতে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা প্রদীপ রঞ্জন কর, মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাসিব মামুন, ও হাকিুুল ইসলাম খোকন। একইদিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদের নেতৃত্বে টাইমস স্কয়াওে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতহয়।
মুখোমুখি সমাবেশে আওয়ামী লীগ বর্তমান সরকার ও তাদের সহযোগীদের বিরুদ্ধে স্লোগান দেয়। অপরদিকে বিএনপি স্বৈরাচারের পতনের মাধ্যমে তাদের সাফল্য বর্ণনা করে এবং তারেক জিয়া ও খালেদা জিয়ার নেতৃত্বের প্রশংসা করে স্লোগান দেয়।
এক পর্যায়ে বিএনপির সমাবেশ থেকে ‘একটা একটা লীগ ধর সকাল বিকাল নাস্তাকর’ সহ নানা উত্তেজনা পূর্ণ স্লোগান দেয়া হয়। জবাবে আওয়ামী সমাবেশ থেকে ‘ইউনূস-বিএনপি-রাজাকার এই মূহুর্তে বাংলাছাড়’ বলে রব উঠে। এ সময় দুই পক্ষই বেশ উত্তেজিত হয়ে উঠে। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় তাই আওয়ামীলীগের পক্ষ থেকে মহিউদ্দিন দেওয়ান এগিয়ে গিয়ে বিএনপির নেতৃস্থানীয়দের উস্কানিমূলক স্লোগান পরিহারের অনুরোধ করেন। তিনি নিজ পক্ষকেও শান্ত করেন। অপর দিকে সাইদুর রহমান সাইদও বিএনপির লোকজনকে শান্ত করেন।
এক পর্যাায়ে এনওয়াইপিডির প্রতিনিধিরা এসে দুইপক্ষকেই সমাবেশ বন্ধ করার তাগাদা দেয়। এরপর প্রথমে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সমাবেশ শেষ করে কিন্তু তারপরেও আধা ঘন্টা সমাবেশ চালাতে থাকে বিএনপি। তখন পুলিশ এসে তাদের অনেকটা জোর করে সমাবেশ শেষ করতে বাধ্য করে। পুলিশ তাদের মাইক ব্যবহার করতে নিষেধ করে। এ সময় স্টেট বিএনপি'র সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান মাইক ছাড়াই বক্তব্য ও  দোয়া  পরিচালনা করে অনুষ্ঠান সমাপ্তি করেন।