শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫   শ্রাবণ ২৪ ১৪৩২   ১৩ সফর ১৪৪৭

মধ্যপ্রাচ্যে শান্তির জন্য সব দেশকে আব্রাহাম চুক্তিতে যোগ দিতে ট্র

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:২৯ এএম, ৮ আগস্ট ২০২৫ শুক্রবার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি নিশ্চিত করতে অঞ্চলটির সব দেশকে ‘আব্রাহাম চুক্তি’-তে যোগ দেওয়া অত্যন্ত জরুরি।

 

বৃহস্পতিবার (৭ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

 

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প লেখেন, ‘ইরানের তৈরি করা পারমাণবিক অস্ত্রভাণ্ডার এখন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, মধ্যপ্রাচ্যের সব দেশ যেন আব্রাহাম চুক্তিতে যোগ দেয়।’

 

ট্রাম্পের প্রথম মেয়াদে মার্কিন মধ্যস্থতায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ চারটি দেশ ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিতে সই করে। সেটাই ‘আব্রাহাম চুক্তি’ নামে পরিচিত।

 

তবে গাজা যুদ্ধ, যেখানে স্থানীয় কর্তৃপক্ষের মতে মৃতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে এবং যেখানে দুর্ভিক্ষের মুখে রয়েছে লাখো মানুষ, তা এই চুক্তির সম্প্রসারণের চেষ্টাকে জটিল করে তুলেছে।

 

গাজা যুদ্ধ ঘিরে বিশ্বজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। কানাডা, ফ্রান্স এবং যুক্তরাজ্য সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে।

 

এদিকে ট্রাম্প প্রশাসন আজারবাইজানসহ কিছু মধ্য এশীয় মিত্র দেশকে আব্রাহাম চুক্তিতে যুক্ত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে পাঁচটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। ইসরাইলের সঙ্গে এই দেশগুলোর বিদ্যমান সম্পর্ক আরও গভীর করাই এর লক্ষ্য।