রোববার   ০৩ আগস্ট ২০২৫   শ্রাবণ ১৯ ১৪৩২   ০৮ সফর ১৪৪৭

এবার ট্রাম্পকে শান্তিতে নোবেলের জন্য মনোনয়ন দিচ্ছে কম্বোডিয়া

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৪২ এএম, ৩ আগস্ট ২০২৫ রোববার

শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম সুপারিশ করবে কম্বোডিয়া।আজ শুক্রবার দেশটির উপপ্রধানমন্ত্রী সান চানথোল এ কথা বলেন। তিনি বলেন, থাইল্যান্ডের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ থামাতে ভূমিকা পালনের জন্য এ মনোনয়ন দেবে নমপেন।

 

 

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, ফোনে পাঠানো এক বার্তায় কম্বোডিয়ার এই মনোনয়ন পরিকল্পনার বিষয়টি নিশ্চিত হতে চাইলে চানথোল বলেন, ‘হ্যাঁ’।

 

 

এর আগে রাজধানী নমপেনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য ট্রাম্পের প্রশংসা করেন এবং বলেন ট্রাম্প নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়ার যোগ্য।

 

 

গত এক দশকের মধ্যে গত সপ্তাহে সবচেয়ে বড় সামরিক সংঘাতে জড়ায় থাইল্যান্ড ও কম্বোডিয়া। পরে ট্রাম্প ফোন করে সেই সংঘাত থামানোর চেষ্টা করেন। সবশেষ মালয়েশিয়ার মধ্যস্থতায় গত সোমবার দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। দুই দেশের ওই সংঘর্ষে অন্তত ৪৩ জন নিহত হয়েছে এবং উভয় দেশের সীমান্ত এলাকা থেকে তিন লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।