বৃষ্টিতে কুইন্স হাইওয়ে পানির নিচে
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:১২ এএম, ২ আগস্ট ২০২৫ শনিবার

নিউইয়র্কে বৃহস্পতিবার ৩১ জুলাই মুষলধারায় বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। শত শত গাড়ী ও ট্রাক কুইন্স হাইওয়েতে যানবাহন ডুবে যায়। এর আগে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকুল জরুরি অবস্থা ঘোষণা করেন। বৃহস্পতিবার বিকেলে মুষলধারে বৃষ্টি শুরু হলে কুইন্সের হাইওয়ে পানির নিচে তলিয়ে যায়। তাতে আটকা পড়ে যানবাহন।
কর্তৃপক্ষ জানিয়েছেন, ফায়ার ডিপার্টমেন্ট, এনওয়াইপিডি- এর জরুরী পরিষেবা ইউনিটের সদস্যরা প্রায় ২.৪৫ মিনিটে উত্তর বুলেভার্ডের কাছে ক্লিয়ারভিউ এক্সপ্রেসওয়েতে ছুটে যান। সেখানে আটকে থাকা গাড়িগুলির ভিতরে যারা ছিল তারা নিরাপদে বেরিয়ে আসতে সহযোগিতা করে। এফডিএনওয়াই বলেছে, দ্রুত আটকেপড়াদের তাদের উদ্ধার করা হয়েছে।
এক ভিডিওতে দেখা গেছে যে, একটি পিক-আপ ট্রাক একটি ছোট গাড়ি চালিয়ে নির্দিষ্ট কিছু জায়গায় তিন ফুটেরও বেশি গভীরে নোংরা পানিতে আটকে যায়। চারটি দরজা খোলা রেখে মহাসড়কে বসে থাকা একটি সেডানের আসনের মাঝখানে পানি উঠেছিল।
ভিডিওতে দেখা গেছে, দুটি গাড়ি প্রায় সম্পূর্ণভাবে ডুবে গেছে, একটি এসইউভি তার ট্রাঙ্ক খোলা রেখে ওভারপাসের নিচে আটকা পড়েছে এবং ক্যাবের দরজা পর্যন্ত পানি ছিল। এছাড়া একটি ১৮-চাকার গাড়ি বন্যার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।