যুক্তরাষ্ট্রে হারাচ্ছে গতি কর্মসংস্থান
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৫০ এএম, ১ আগস্ট ২০২৫ শুক্রবার

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে ধীর গতি লক্ষ্য করা যাচ্ছে। গত জুন মাসে চাকরির সুযোগ কমে দাঁড়িয়েছে ৭.৪ মিলিয়নে, যা মে মাসের তুলনায় ৩ লাখ কম। মঙ্গলবার (২৯ জুলাই) দেশটির শ্রম দপ্তর এই তথ্য জানায়। মে মাসে যেখানে চাকরির সংখ্যা ছিল ৭.৭ মিলিয়ন, জুনে তা কমে এসেছে ৭.৪ মিলিয়নে।
যদিও ছাঁটাইয়ের হার খুব একটা বাড়েনি, তবে চাকরি ছেড়ে যাওয়া কর্মীর সংখ্যাও কমেছে, যা বোঝায়—কর্মীরা নতুন কর্মসংস্থানের বিষয়ে আত্মবিশ্বাস হারাচ্ছেন।
বিশ্লেষকদের মতে, এই মন্দার পেছনে রয়েছে একাধিক কারণ। এর মধ্যে অন্যতম হচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ২০২২ ও ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের একাদশ দফা সুদের হার বৃদ্ধি এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের ফলে নিয়োগকারীদের মধ্যে তৈরি হওয়া অনিশ্চয়তা।
চলতি বছরের জুলাই মাসের পূর্ণাঙ্গ কর্মসংস্থানের প্রতিবেদন আগামী শুক্রবার প্রকাশিত হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেকারত্বের হার জুনের ৪.১ শতাংশ থেকে সামান্য বেড়ে ৪.২ শতাংশে দাঁড়াতে পারে। পাশাপাশি জুলাই মাসে নতুন কর্মসংস্থান হতে পারে ১ লাখ ১৫ হাজার, যা জুনের ১ লাখ ৪৭ হাজারের চেয়ে কম।
তবে জুন মাসের নিয়োগ সংখ্যা দেখতে ভালো মনে হলেও বাস্তবে তা তুলনামূলক দুর্বল। কারণ, ওই মাসে ব্যক্তিখাতে নতুন কর্মসংস্থান ছিল মাত্র ৭৪ হাজার, যা গত অক্টোবরের পর সবচেয়ে কম। আর বাকি প্রায় ৬৪ হাজার চাকরি এসেছে শিক্ষা খাতে, যা বর্ষকালীন মৌসুমী কারণে কিছুটা অতিরঞ্জিত হতে পারে বলে ধারণা করছেন অর্থনীতিবিদরা।
২০২৫ সালের শুরু থেকে প্রতি মাসে গড়ে ১ লাখ ৩০ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যেখানে ২০২৪ সালে এই সংখ্যা ছিল ১ লাখ ৬৮ হাজার এবং কোভিড-পরবর্তী পুনরুদ্ধারকালে, ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত, প্রতি মাসে গড় কর্মসংস্থান ছিল ৪ লাখের বেশি।
বিশ্লেষকদের মতে, এই ধারা যদি অব্যাহত থাকে, তবে তা মার্কিন অর্থনীতির জন্য একটি চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে এবং আগামীতে আর্থিক নীতিতে কিছু পরিবর্তনের আভাস দিতেও পারে।